মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
Published: 13th, July 2025 GMT
মাগুরা সদর উপজেলার রামনগর ঢাল ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস সাত্তার নামে এক ভ্যানচালক ও রেশমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাস ও ভ্যানের ১০ যাত্রী।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদরের রামনগর ঢাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আবদুস সাত্তার মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে ও রেশমা খাতুন মাগুরা সদর উপজেলার দোড়ামোথনা গ্রামের আনিচুর রহমানের স্ত্রী।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর কবির জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদরের রামনগর ঢাল ব্রিজ এলাকায় চুয়াড়াঙ্গা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি যাত্রীবাহী ভ্যানকে সাইড দিতে যায়। এ সময় ভ্যানটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সাত্তার নিহত হন। বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রেশমা খাতুন মারা যান। আহত হন বাস ও ভ্যানে থাকা ১০ যাত্রী।
আহতদের মধ্যে- তানিয়া খাতুন (২৩), শামছুল (৪৫), সোহাগ (৪০) ও এক বছর বয়সের শিশু আয়ান হোসেনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর কবির জানান, এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
মারা যাওয়া কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপজেলার দদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
স্থানীয়দের বরাতে আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, রিয়াদ ও রওনক সকালে মোটরসাইকেল যোগে রাজবাড়ী বাজারে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রবিউল/মাসুদ