‘ডাই হার্ড’, ‘দ্য সিক্সথ সেন্স’, ‘দ্য ফিফথ এলিমেন্টস’, ‘পাল্প ফিকশন’-এর মতো আইকনিক সব সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন মার্কিন অভিনেতা ব্রুস উইলিস। ৭০ বছর বয়সী এই অভিনেতা এখন অভিনয় থেকে দূরে। অবসর নেওয়ার পেছনে অবশ্য আছে একটি ভয়াবহ কারণ।

ব্রুস উইলিস ২০২২ সালে আক্রান্ত হন অ্যাফেসিয়া রোগে। এটি এমন একটি রোগ, যা মানুষের যোগাযোগক্ষমতায় প্রভাব ফেলে। কমে যেতে থাকে বাক্শক্তি। অ্যাফেসিয়া ক্রমে বাড়তে বাড়তে ব্রুসকে এখন মারাত্মক এক সমস্যার মুখে ফেলে দিয়েছে।

ব্রুস এখন আর কথা বলতে বা পড়তে সক্ষম নন এবং হাঁটতে গেলেও ভয়ানক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ‘ইনসাইড স্টোরি’ এক ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা এফটিডিতে আক্রান্ত।

পরিবার কী বলছে

উইলিসের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্রুস এখন পুরোপুরি পরিবারের সহায়তার ওপর নির্ভরশীল। তিনি আর কারও সঙ্গে কথা বলতে কিংবা নিজে চলাফেরা করতে পারেন না। এমনকি নিজের অতীত সিনেমা বা জীবন সম্পর্কেও কোনো স্মৃতি নেই তাঁর।

গত এপ্রিল মাসে ব্রুস উইলিসের পরিবার একটি বিবৃতি দেয়। তাতে জানানো হয়, রোগটি ধীরে ধীরে এগোলেও প্রাথমিক পর্যায়ে তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। পরিবারের পক্ষ থেকে পারিবারিক বন্ধন অটুট রাখা ও ব্রুসের পাশে সব সময় থাকার অঙ্গীকারের কথা তুলে ধরা হয় এবং ভক্তদের কাছে সমর্থন ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানানো হয়েছে।

এর আগে ২০২৩ ও ২০২৪ সালে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে জানানো হয়, এই অভিনেতা পুরোপুরি নীরব হয়ে পড়েছেন এবং তিনি কিছু পড়তেও পারছেন না। এ ছাড়া তাঁর চলাফেরার সক্ষমতা কমে গেছে বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।

১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘ডাই হার্ড’ সিনেমায় ব্রুস উইলিস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র স উইল স পর ব র

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।

এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।

আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫

এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।

আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

সম্পর্কিত নিবন্ধ