কথা বলতে পারেন না ‘ডাই হার্ড’খ্যাত অভিনেতা ব্রুস উইলিস, কেন জানেন?
Published: 24th, July 2025 GMT
‘ডাই হার্ড’, ‘দ্য সিক্সথ সেন্স’, ‘দ্য ফিফথ এলিমেন্টস’, ‘পাল্প ফিকশন’-এর মতো আইকনিক সব সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন মার্কিন অভিনেতা ব্রুস উইলিস। ৭০ বছর বয়সী এই অভিনেতা এখন অভিনয় থেকে দূরে। অবসর নেওয়ার পেছনে অবশ্য আছে একটি ভয়াবহ কারণ।
ব্রুস উইলিস ২০২২ সালে আক্রান্ত হন অ্যাফেসিয়া রোগে। এটি এমন একটি রোগ, যা মানুষের যোগাযোগক্ষমতায় প্রভাব ফেলে। কমে যেতে থাকে বাক্শক্তি। অ্যাফেসিয়া ক্রমে বাড়তে বাড়তে ব্রুসকে এখন মারাত্মক এক সমস্যার মুখে ফেলে দিয়েছে।
ব্রুস এখন আর কথা বলতে বা পড়তে সক্ষম নন এবং হাঁটতে গেলেও ভয়ানক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ‘ইনসাইড স্টোরি’ এক ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা এফটিডিতে আক্রান্ত।
পরিবার কী বলছেউইলিসের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্রুস এখন পুরোপুরি পরিবারের সহায়তার ওপর নির্ভরশীল। তিনি আর কারও সঙ্গে কথা বলতে কিংবা নিজে চলাফেরা করতে পারেন না। এমনকি নিজের অতীত সিনেমা বা জীবন সম্পর্কেও কোনো স্মৃতি নেই তাঁর।
গত এপ্রিল মাসে ব্রুস উইলিসের পরিবার একটি বিবৃতি দেয়। তাতে জানানো হয়, রোগটি ধীরে ধীরে এগোলেও প্রাথমিক পর্যায়ে তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। পরিবারের পক্ষ থেকে পারিবারিক বন্ধন অটুট রাখা ও ব্রুসের পাশে সব সময় থাকার অঙ্গীকারের কথা তুলে ধরা হয় এবং ভক্তদের কাছে সমর্থন ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানানো হয়েছে।
এর আগে ২০২৩ ও ২০২৪ সালে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে জানানো হয়, এই অভিনেতা পুরোপুরি নীরব হয়ে পড়েছেন এবং তিনি কিছু পড়তেও পারছেন না। এ ছাড়া তাঁর চলাফেরার সক্ষমতা কমে গেছে বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘ডাই হার্ড’ সিনেমায় ব্রুস উইলিস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র স উইল স পর ব র
এছাড়াও পড়ুন:
ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইরান থেকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার অভিযোগে ৬টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বজুড়ে মোট ২০টি প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যাদের মধ্যে ভারতের ৬টি প্রতিষ্ঠান রয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আসা এসব প্রতিষ্ঠান ইরানের পেট্রোলিয়াম পণ্য কেনাবেচা ও বিপণনের জন্য গুরুত্বপূর্ণ লেনদেনে ইচ্ছাকৃতভাবে অংশ নিয়েছে। এতে তারা যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নিষেধাজ্ঞা ভেঙেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেসব ভারতীয় কোম্পানির ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো হচ্ছে, অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম ও কাঞ্চন পলিমার্স।
আরো পড়ুন:
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। এদের অধীন যেসব সহযোগী প্রতিষ্ঠানের ৫০ শতাংশ বা তার বেশি মালিকানা রয়েছে, তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
ট্রাম্প প্রশাসন বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য ইরানের ‘ছায়া নৌবহর’ ও বিশ্বব্যাপী মধ্যস্বত্বভোগীদের দমন করা, যারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে সহায়তা করে থাকে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান থেকে এই ধরনের পণ্য কেনার মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলো তেহরানকে অতিরিক্ত তহবিল সংগ্রহের সুযোগ করে দিচ্ছে। আর এই অর্থ ব্যবহার করা হচ্ছে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হুথি বিদ্রোহী, হামাসসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোর সহায়তায় এবং যুদ্ধপরিস্থিতি উসকে দিতে। মার্কিন সরকারের মতে, ইরান সরকারের এই নীতিমালার কারণে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ছে এবং এতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
ট্রাম্প প্রশাসন ভারতীয় কোম্পানি ছাড়াও তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ইন্দোনেশিয়ার কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে।
ঢাকা/ফিরোজ