রূপগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার আড়াইহাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সাব্বির ও একই এলাকার মো. ইউনুস।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার শীতল ছায়া নামক আবাসন প্রকল্পের সামনে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কে গাছ ফেলে একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পালিয়ে যাচ্ছিল। 

এসময় স্থানীয়দের সহায়তায় মো.

সাব্বির ও মো. ইউনুসকে আটক করা হয়। তবে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। 

এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ