রূপগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
Published: 25th, July 2025 GMT
রূপগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার আড়াইহাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সাব্বির ও একই এলাকার মো. ইউনুস।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার শীতল ছায়া নামক আবাসন প্রকল্পের সামনে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কে গাছ ফেলে একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পালিয়ে যাচ্ছিল।
এসময় স্থানীয়দের সহায়তায় মো.
এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।