নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি প্রতিষ্ঠানে ভাট্টি (লোহা গলানোর চুল্লি) বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার কাঞ্চন এলাকায় অবস্থিত বিক্রমপুর স্টিল লিমিটেড নামে কারখানায় ঘটনাটি ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- বেল্লাল হোসেন (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)। 

আরো পড়ুন:

বরগুনায় কমছে না ডেঙ্গু, হাসপাতালে স্যালাইন সংকট

যুদ্ধবিমান দুর্ঘটনা ও গণঅভ্যুত্থানে আহতদের দেখতে সিএমএইচে নৌ উপদেষ্টা

কারখানার কর্মকর্তা আরিফ খান জানান, “ভোরে লোহা গলানোর সময় হঠাৎ করে ভাট্টির একটি অংশে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হন।”

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.

শাওন বিন রহমান বলেন, “আজ ভোরে রূপগঞ্জ থেকে দগ্ধ তিন শ্রমিককে আনা হয়েছে। তাদের মধ্যে বেল্লালের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ এবং রাব্বানীর ১৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।”

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

ঢাকা/অনিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ