কক্সবাজারবাসীর জন্য ১২ পদে চাকরির সুযোগ
Published: 28th, July 2025 GMT
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কক্সবাজারে জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু ১ আগস্ট থেকে।
পদের নাম ও পদ সংখ্যা—১. ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউনিয়ন পরিষদ সচিব)
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ১০২০০–২৪৬৮০ টাকা
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আবেদনের বয়সসীমা: ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩৩ ঘণ্টা আগেআবেদনের প্রক্রিয়া—আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৪ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ তারিখ—আবেদন শুরু: ১ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে;
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদনপত্র দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
* আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানিতে চাকরি, সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে ১১৮ জন২৫ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিটল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫.৭১ শতাংশ।
রবিবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
অর্ধবার্ষিকে ফারইস্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে
অর্ধবার্ষিকে মুনাফা থেকে লোকসানে সিঙ্গার
বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.২৭ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ১৮.৫২ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৬৯ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২.৯০ শতাংশ।
২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.০৪ টাকায়।
ঢাকা/এনটি/মাসুদ