১২৩ বছরের রেকর্ড ভেঙে জিততে পারবে কি ইংল্যান্ড?
Published: 3rd, August 2025 GMT
ওভাল টেস্ট ক্রমেই রূপ নিচ্ছে এক ঐতিহাসিক সংঘর্ষে। ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ডের সামনে দাঁড়িয়ে ১২৩ বছরের পুরনো রেকর্ড। এ মাঠে এত বড় রান তাড়া করে জেতেনি কোনো দল। তবে অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নেমেছে বেন স্টোকসের দল।
ভারতের দেওয়া ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান। অর্থাৎ জয়ের জন্য তাদের দরকার আরও ৩২৪ রান। আর ভারতের চাই বাকি ৯টি উইকেট। হাতে আছে দুই দিন, ফলে ম্যাচ গড়িয়েছে এক রুদ্ধশ্বাস সমাপ্তির দিকে।
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ভিত গড়ে দেন আকাশ দীপ (৬৬) ও যশস্বী জয়সওয়াল (১১৮)। এই জুটির শতরানের পার্টনারশিপই দলকে পৌঁছে দেয় লড়াইয়ের উপযুক্ত পুঁজি ৩৯৬ রানে। এর আগে প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল ভারত।
আরো পড়ুন:
সবুজ পিচে বিপর্যস্ত ভারত, দ্বিতীয় দিনের শুরুতেই ২২৪ রানে অলআউট
কাঁধের চোটে সিরিজ থেকে ছিটকে গেলেন ওকস
ইংল্যান্ডও প্রথম ইনিংসে ভালো শুরু করলেও, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার জোড়া ৪ উইকেট করে শিকার তাদের থামিয়ে দেয় ২৪৭ রানে।
ওভালের ইতিহাস বলে, সর্বোচ্চ রান তাড়া করে জয় এসেছে ১৯০২ সালে। ইংল্যান্ড ২৬৩ রান করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর এক শতাব্দীর বেশি সময়েও কেউ এই সীমা পেরোতে পারেনি। অথচ এবার ইংল্যান্ডের লক্ষ্য আরও ১১১ রান বেশি।
টেস্ট সিরিজে ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে। শেষ ম্যাচটি ড্র না হয়ে ফলাফলমুখী হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এমন উত্তেজনাকর পটভূমিতে দাঁড়িয়ে আজ শুরু হচ্ছে চতুর্থ দিন। মাঠে নামছে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর ইংল্যান্ড আর সমতায় ফেরার জন্য মরিয়া ভারত।
আজ যদি ওভালের সেই শতাব্দীপ্রাচীন ইতিহাস ভেঙে ফেলে ইংল্যান্ড, তবে সেটি হবে ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। আর ভারত যদি আটকে দেয় ইংলিশ রথের গতিরথ, তবে তা হবে তাদের বোলারদের অগ্নিপরীক্ষার জয়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।
এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।
আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।
হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।
আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।