সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী। রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ মোল্লা। তার বাড়ি শরীয়তপুরে। আহত রাসেলের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন নলকা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রাক ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তার ওপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা মারা যান। আহত হন হেলপার। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

বিজয়নগরে অটোরিকশার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৫

ছয় ঘণ্টা পর বাঘাইছড়িতে যান চলাচল স্বাভাবিক

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মালবাহী ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রাসেল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার অনুমোদন

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের তথ্য অনুযায়ী, সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ভুয়া টেন্ডার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন—এমন অভিযোগে জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া পরস্পরের যোগসাজশে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করেন। এই প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন ও রাজস্ব খাত থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

সম্পর্কিত নিবন্ধ