সিরাজগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত, হেলপার আহত
Published: 3rd, August 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী। রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুদ মোল্লা। তার বাড়ি শরীয়তপুরে। আহত রাসেলের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন নলকা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রাক ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তার ওপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা মারা যান। আহত হন হেলপার। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
বিজয়নগরে অটোরিকশার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৫
ছয় ঘণ্টা পর বাঘাইছড়িতে যান চলাচল স্বাভাবিক
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মালবাহী ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।