কো‌নো ক‌্যাটাগ‌রি না রে‌খে নতুন করে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা ইয়সামিনের স্বাক্ষরিত ২৯ জুলাইয়ের একটি চিঠিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এইচবিআরআই, সরকারি আবাসন পরিদপ্তর ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে ক্রয় ও সেবা কার্যক্রম দ্রুত সময়ে স্বচ্ছতার সঙ্গে সম্পাদনে আওতাধীন দপ্তর বা সংস্থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো প্রকার ক্যাটাগরি (যেমন-এ, বি, সি শ্রেণি) না রেখে পিপিআর-২০০৮ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশনা দিয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন বেরোবিসাসের ৫ সদস্য

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য ‎সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) পাঁচ সদস্য।

সারাদেশের ১৯৬ জন সাংবাদিককে এ স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে তথ্য প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

‎রবিবার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আরো পড়ুন:

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম

সাংবাদিক সাঈদুর রহমান রিমনের জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বেএতে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।‎

‎বেরোবিসাসে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, সমিতি সভাপতি আনোয়ার হোসেন (যুগান্তর), সহ-সভাপতি আবু সাঈদ (দৈনিক সংবাদ), কোষাধ্যক্ষ আলামিন সাদিক সায়েম (ওয়াল্ড গ্লোবাল টিভি), কার্যকারী সদস্য সাজ্জাদুর রহমান (সমকাল) ও তওহীদুল হক সিয়াম (নয়াদিগন্ত)।

‎অনুভুতি ব্যাক্ত করে আবু সাঈদ বলেন, “এ সম্মাননা পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি এ রকম সম্মাননা ভবিষ্যতে আমাদের জন্য প্রেরণা যোগাবে। এ অর্জন শুধু আমার একার না, বেরোবি ও বেরোবিসাসেরও।”

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ