‘আন্দোলনে আহত ব্যক্তিদের ১৬ জুলাই থেকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে সেবা দিচ্ছিলাম। যখনই বেশি হতাহত আসছিলেন, আমরা ওই ওয়ার্ডে গিয়ে কাজ করেছি। তবে ৪ আগস্ট একটা ভয়াবহ দিন। ওই দিন এত রোগী আসবেন ভাবতে পারিনি, চারদিকে কেবল চিৎকার-আহাজারি। এর মধ্যে সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছি আমরা।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসক মো.

মিজানুর রহমান এভাবেই গত বছরের ৪ আগস্টের অভিজ্ঞতা বর্ণনা করেন।

সরকার পতনের এক দফা দাবিতে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চট্টগ্রাম নগরের নিউমার্কেটে ছাত্র-জনতার কর্মসূচি ছিল। আগে থেকে এই কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। একটি সংঘর্ষ আসন্ন ছিল, তা নগরবাসী টের পেয়েছিলেন আগেই।

সকাল থেকেই হাজার হাজার ছাত্র-জনতা সেখানে জড়ো হন। তাঁদের হটাতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও বলপ্রয়োগ শুরু করেন। বেলা ১১টার পর থেকে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সেই সঙ্গে উভয় পক্ষে পাথর নিক্ষেপ চলতে থাকে। কেউ গুলি, কেউবা পাথরে আহত হয়ে পড়ে যান। কেউবা প্রাণভয়ে ছুটতে শুরু করেন।

সকাল থেকেই হাজার হাজার ছাত্র-জনতা সেখানে জড়ো হন। তাঁদের হটাতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও বলপ্রয়োগ শুরু করেন। বেলা ১১টার পর থেকে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সেই সঙ্গে উভয় পক্ষে পাথর নিক্ষেপ চলতে থাকে। কেউ গুলি, কেউবা পাথরে আহত হয়ে পড়ে যান। কেউবা প্রাণভয়ে ছুটতে শুরু করেন।

বেলা সাড়ে ১১টা থেকে চমেক হাসপাতালে আহত ব্যক্তিদের নিয়ে আসা শুরু হয়। কেউ মাথায়, কেউ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসা নিতে আসেন। কাউকে আনা হয় অজ্ঞান অবস্থায়। চিকিৎসক মিজানুর রহমান ওই দিন সকাল থেকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ছিলেন।

মিজানুর রহমান বলেন, ‘আহত ব্যক্তিরা হাসপাতালের ওসেক (ওয়ান–স্টপ ইমার্জেন্সি কেয়ার) হয়ে ক্যাজুয়ালটিতে চলে আসেন। একের পর এক আহত ব্যক্তি আসতে থাকেন। প্রাথমিক কাজ ছিল তাঁদের ইনজুরি শনাক্ত করে সেই অনুযায়ী সেবা দেওয়া। সঙ্গে সঙ্গে ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষে তাঁদের ঢোকানো হচ্ছিল। যাঁদের ফ্র্যাকচার ছিল, তাঁদের প্লাস্টার দেওয়া, কাউকে সেলাই দেওয়া, আবার কারও জরুরি অস্ত্রোপচার চলছিল সমানতালে।’

গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র–জনতার অবস্থান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত র জনত ৪ আগস ট

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামের এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

২ / ৯দুটি বাসের মাঝখান দিয়ে বাম্পারে পা রেখে পার হচ্ছেন একজন।

সম্পর্কিত নিবন্ধ