স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ জুলাই গণঅভ্যুত্থান: প্রধান উপদেষ্টা
Published: 4th, August 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল— একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।’’
সোমবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। খবর ইউএনবির।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট। এক বছর আগে এ দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের যূথবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই।’’
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য
দেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা
তিনি বলেন, ‘‘স্মরণ করছি— সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি— সব জুলাইযোদ্ধাকে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে।’’
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘জুলাই আমাদের নতুন করে আশার আলো— একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। আসুন, সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।’’
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সকল সংস্কারে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলমান। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।’’
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই গণঅভ য ত থ ন আম দ র স মরণ
এছাড়াও পড়ুন:
১৬ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান: আমানউল্লাহ
বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। ৫ আগস্ট সেই আন্দোলনের জয় হয়েছে।”
শনিবার (২ অগাস্ট) বিকেলে কেরাণীগঞ্জের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার
জলাবদ্ধতা নিরসনে গৌরীপুরে বিএনপির উদ্যোগে খাল পুনঃখনন
আমানউল্লাহ আমান বলেন, “আল্লাহ দিনকে রাত, রাতকে দিন এবং মৃতকে জীবিত আবার জীবিতকে মৃত করেন। মানে, আল্লাহ চাইলে সব পারেন। বিগত ১৬ বছরে আমি ১১বার জেলে গিয়েছি। আমার কেরাণীগঞ্জের অনেক নেতাকর্মী বিনা দোষে কারাবরণ করেছেন। অনেক অত্যাচার সহ্য করেছি। দুঃসময় যারা বিএনপির সঙ্গে ছিলেন তারাই প্রকৃত বন্ধু।”
নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. আলী নূর পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী, কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চাঁন মিয়া, সাধারণ সম্পাদক দাউদ শিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
ঢাকা/শিপন/মাসুদ