কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাসে ‘শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার’  অভিযোগে দায়ের করা মামলায় সৌরভ নামের আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস জানান, কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরো পড়ুন:

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি ফেরদৌস জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

মো. আবদুল হাকিম বলেন, “ যে তিন আসামি পলাতক ছিল তাদের মধ্য থেকে সৌরভ নামের একজনকে গ্রেপ্তারের খবর কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে। আমরা চাই, বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হোক।”  

গত ২২ আগস্ট কুবির এক শিক্ষার্থীকে লোকাল সেন্টমার্টিন পরিবহন নামের একটি চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে পাঁচ জনের নামে মামলা করা হয়। এর মধ্যে দুই জনকে সেইদিনই শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়। বাকি তিন জন পালিয়ে যায়। পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। 

ঢাকা/এমদাদুল হক/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ