যুক্তরাষ্ট্রের মিনেসোটায় স্কুলে বন্দুক হামলা
Published: 27th, August 2025 GMT
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের প্রধান শহর মিনিয়াপলিসের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। বুধবার সিএনএন ও বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাজ্যের গভর্নর টিম ওয়ালজ জানিয়েছেন, অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। এটিকে ‘ভয়াবহ সহিংসতা’ বলে অভিহিত করেছেন তিনি।
স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে কোনো ‘সক্রিয় হুমকি’ নেই এবং বন্দুকধারীকে ‘নিস্ক্রিয় করা হয়েছে।’
সিবিএস নিউজ জানিয়েছে, ২০ জন পর্যন্ত আহত হতে পারেন। ৫৩তম অ্যাভিনিউ এবং ব্রায়ান্ট অ্যাভিনিউ সাউথে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রয়েছে।
এফবিআই, রাজ্য টহল এবং মিনিয়াপলিস পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা ছাড় দেবে, সে বিষয়টিও আলোচনায় থাকবে। এ ছাড়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংক্রান্ত সৃষ্ট রাজনৈতিক সংকট ও গণভোটের বিষয়ে আলোচনা করবেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকেরা।
বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।