গাজীপুরের শ্রীপুরে একাধিক মামরার এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার টেংরা মোড়ে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন—এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

আরো পড়ুন:

‘আজানে ঘুমের ব্যাঘাত’ বলা আলমাসের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ফেনীতে সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে নিহত ২

পুলিশ বলছে, সন্ত্রাসী সুমন মিয়াকে (৩২) শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়ান্দা পুলিশ-ডিবি। পরে দুর্বৃত্তরা তিন দফা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, “আমরা সুমনকে আটক করে নিয়ে যাচ্ছিলাম। পথে কয়েক দফা হামলা চালানো হয়। শেষ পর্যন্ত টেংরা মোড়ে আমাদের মারধর করে আসামিকে নিয়ে যায়।”

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “একাধিক মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পথে দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।”

সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ঢাকা/রফিক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ