Risingbd:
2025-11-03@03:57:48 GMT

বিক্ষোভে উত্তাল জাকার্তা

Published: 29th, August 2025 GMT

বিক্ষোভে উত্তাল জাকার্তা

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভে শুক্রবার এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার পার্লামেন্টের কাছে পুলিশ আইন প্রণেতাদের বেতন এবং শিক্ষা তহবিলসহ বেশ কয়েকটি বিষয়ের বিরুদ্ধে বিক্ষোভ করা ব্যক্তিদের  ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। ওই সময় সহিংস পুলিশের গাড়ি এক মোটরসাইকেল চালককে চাপা দেয়। 

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির রাজধানীতে শুক্রবার বিকেলে বিক্ষোভের ডাকের ফলে বেশ কয়েকটি স্কুল শিক্ষার্থীদের তাড়াতাড়ি ছুটি দেওয়ার অনুমতি দেয় এবং ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কিছু এলাকায় সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইন্দোনেশিয়ার বৃহত্তম ছাত্র ইউনিয়নের প্রধান মুজাম্মিল ইহসান রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার বিকেলে পুলিশি সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করবে এবং তিনি অন্যান্য ছাত্র সংগঠনের উপস্থিতি আশা করেন।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো একটি বিশেষভাবে রেকর্ড করা ভিডিও বার্তায় শান্ত থাকার আহ্বান জানিয়ে, চালক আফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা জাকার্তায় পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেছে। পরে সেনাবাহিনী তলব করা হয়। সেনা সদস্যরা পুলিশ সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মধ্য জাকার্তার কুইতাং-এ ব্রিমোব সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীদের ভিড় লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

জাকার্তায় শুরু হওয়া বিক্ষোভ এখন দেশের সমস্ত প্রধান শহরে ছড়িয়ে পড়েছে। শুক্রবার মেদান এবং সুরাবায়াতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ক রব র

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ