নীলফামারী ইপিজেডে শ্রমিক নিহতের বিচার চায় বিপ্লবী ছাত্র পরিষদ
Published: 2nd, September 2025 GMT
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) সেনা ও পুলিশের গুলিতে হাবিব ইসলাম (২০) নিহত ও আট শ্রমিক আহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
একইসঙ্গে শ্রমিক হাবিবের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার পূর্ণ ব্যয়ভার বহন করার দাবি জানিয়েছে।
আরো পড়ুন:
সাড়ে ৫ ঘণ্টা পর রেল অবরোধ তুলে নিলেন বাকৃবি শিক্ষার্থীরা
রাবিতে দেরিতে হলে প্রবেশ করায় ৯১ ছাত্রীকে তলব, সমালোচনার পর প্রত্যাহার
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ দাবি জানান। সংগঠনের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নীলফামারীর ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকরা চারদিন ধরে আন্দোলন করে আসছেন। সোমবার (১ সেপ্টেম্বর) শ্রমিকদের দাবি পূরণ না করেই অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।
এর প্রতিবাদে মঙ্গলবারও (২ সেপ্টেম্বর) শ্রমিকরা আন্দোলন অব্যাহত রাখলে পুলিশ ও সেনা বাহিনীর গুলিতে হাবিব ইসলাম নিহত ও আট শ্রমিক আহত হয়। নিহত হাবিব নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
বিবৃতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সেনা ও পুলিশের গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, জুলাই বিপ্লবের পরও শ্রমিকের রক্ত ঝরানোর মতো রাষ্ট্রীয় বর্বরতা মেনে নেওয়া যায় না। জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ। অথচ তাদের রক্তে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারও শ্রমিক হত্যা করছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই হত্যার দায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে। হাবিবের রক্তের ন্যায্য হিস্যা দিতে হবে।
বিবৃতিতে শ্রমিক হাবিব হত্যার ঘটনায় বিপ্লবী ছাত্র পরিষদ তিন দফা জানিয়েছে। দাবিগুলো হলো-শ্রমিক হত্যার সাথে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদান করতে হবে; নিহত হাবিবের পরিবারকে শ্রম আইন অনুযায়ী পূর্ণ ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে হবে; শ্রমিক আন্দোলন দমন করার রাষ্ট্রীয় সন্ত্রাস স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
সংগঠনটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রমিক, গণতান্ত্রিক শক্তি ও মানবাধিকারকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।