চবিতে মডেল থানা স্থাপনের জন্য আবেদন
Published: 3rd, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসীর নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর মডেল থানা স্থাপনের আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার স্বাক্ষরিত এক পত্রে এ আবেদন জানানো হয়।
আরো পড়ুন:
চট্টগ্রামে পর্যটকদের সঙ্গে অটোরিকশার চালকদের সংঘর্ষ, আহত ১২
ফাঁকা পড়ে আছে বিএনপির মঞ্চ, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা
পত্রে বলা হয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় প্রায় লক্ষাধিক জনগণের বসবাস। এই জনবহুল এলাকায় বাংলাদেশের রাষ্ট্রীয় ও সামাজিক প্রেক্ষাপটে যে সমস্ত সমস্যা যেমন- চুরি, রাহাজানি, ছিনতাই, মাদক ব্যবসা, স্বার্থের সংঘাতের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষসহ ইতোমধ্যে সব অপরাধই ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় নিত্য নৈমিত্তিক ঘটনা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হাটহাজারী থানার পক্ষে তাদের সীমিত জনবল দিয়ে সম্ভব নয়। এজন্যে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি স্বয়ংসম্পূর্ণ থানা প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক।
গত ৩০ ও ৩১ আগস্ট স্থানীয় এলাকাবাসীর আক্রমণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক অবক্ষয়ের অস্থিরতা নিয়ন্ত্রণ করার জন্য সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি প্রয়োজন।
পত্রে আরো বলা হয়, এমতাবস্থায়, চবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ পুরো এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন মডেল থানা প্রতিষ্ঠা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
পত্রের সত্যতা নিশ্চিত করেছেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) রিয়াজ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্রটি ইমেইল করা হয়েছে। আজ (বুধবার) চিঠির হার্ডকপি পাঠানো হয়েছে।”
এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভায় চবি মডেল থানা এবং পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় পুলিশবক্স স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এছাড়া সংঘর্ষের ঘটনায় আরো ১২টি সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা/মিজান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ এল ক য় স ঘর ষ র জন য
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।