রাঙামাটি থেকে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী’র জশনে জুলুসে যাওয়ার পথে বাস ও একটি হাইসের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার বেতবুনিয়া গোদারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন- মো. ইসমাইল (৬৮), মো. লিটন (৪২), মো. আরাভ (১৩) ও হাইসের চালক মো. সেলিম।

এলাকাবাসী জানান, রাঙামাটি থেকে একটি হাইস মাইক্রোবাসে করে কয়েকজন চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.

) উপলক্ষে জুলুসের বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দিতে যাচ্ছিলেন। পথে বেতবুনিয়া গোদারপাড় এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইসে থাকা চালকসহ চার জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের রাউজানের জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কাউলালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, “চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস রাঙামাটি যাচ্ছিলো। অপরদিকে রাঙামাটি থেকে একটি হাইস চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে হাইসে থাকা চার জন আহত হন। তারা পাশ্ববর্তী রাউজানের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুনেছি বাসটি জুলুসের জন্য যাত্রী নিতেই রাঙামাটি যাচ্ছিলো। বাসটি রং সাইডে ও দ্রুত গতিতে যাচ্ছিল। দুর্ঘটনায় হাইসের চালক বেশি আহত হয়েছেন।”

ঢাকা/শংকর/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

রাকসু: ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের

রাকসু নির্বাচন: শেষ দিনে ছাত্রদল নেতার প্রার্থিতা প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া অতি জরুরি বিভাগ-পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা ও টেলিফোন যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোটকেন্দ্র একাডেমিক বিল্ডিংগুলোতে হবে, এজন্য ভোটকেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।”

ঢাকা/ফাহিম/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান
  • ‘ওজোনস্তর ক্ষয়ে স্বাস্থ্য, কৃষি ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে’
  • দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ
  • রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা