কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পাওয়ালা একটি কানি বকের দেখা মিলেছে। বকটির দুটি পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট। 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের ক্ষুদ্র হাড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতে বকটির দেখা মিলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তিনি। প্রতিদিনের মত গত বুধবার (৩ সেপ্টেম্বর) হাড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুরের পাড় ঘেঁষা রাস্তা দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অনান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি। দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। 

কৌতুহলি হয়ে ওঠেন তিনি। সেসময় বকটি ধরে বাড়িতে এনে খাঁচায় বন্দি করে রাখেন। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে।

চার পায়ের বক দেখতে আসা আমিরুল বলেন, “এ বয়সে অনেক বক দেখেছি। চার পা ওয়ালা বক কখনও দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা।”

হাড়িপাতিল ব্যবসায়ী মো.

আব্দুর রশিদ বলেন, “বকটি প্রথমে দেখে অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে। বকটি কৌশলে ধরে এনে খাঁচায় ভরে রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বকটির খুবই যত্ন নেওয়া হচ্ছে।”

ফুলবাড়ি প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক বলেন, “এটি একটি দেশি প্রজাপতির বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।”

ঢাকা/বাদশাহ্/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বকট র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ