পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার
Published: 7th, September 2025 GMT
পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর ) ভোরে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌর শহরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
বলাৎকারের পর ৮ বছরের শিশুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে চালক গ্রেপ্তার
বাকীবিল্লাহ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। ওসি জানান, অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক ও নাশকতা মামলায় বাকীবিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ১২ মে বিএনপির নেতা ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৮ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়।
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।