বরিশালের বানারীপাড়ায় দুই ট্রলারের সংঘর্ষে আব্দুল মান্নান বেপারী (৮০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল মান্নান বেপারী উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠন হচ্ছে

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রত্যক্ষদর্শীদের বরাতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মোস্তফা বলেন, ‘‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারযোগে পূর্বপাড়ের বন্দর বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বড় ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মান্নান বেপারীসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় মান্নান বেপারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

ঢাকা/পলাশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ