ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- মাও. জব্বার
Published: 11th, September 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, কোন কুটর্কৌশল, ষড়যন্ত্র মানুষেরা আর কোন বরদাস্ত করবে না। কোন জুলুমবাজ কে জুলুম করতে দেওয়া হবে না। কোন অন্যায় মেনে নেয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
সে সমাজে আমরা শাসক নয় সেবক হতে চাই। এসময় তিনি আরো বলেন আগামীদিনে ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে আর কোন অপশক্তি জনগণকে রুখতে পারবেনা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি িএসব কথা বলেন। এ সময় তিনি মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদে নবনির্বাচিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে থানা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে সেক্রেটারি কামরুল হাসান রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য বশিরুল হক ভূঁইয়া সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।