কথার জালে মানুষকে বিভ্রান্ত করা বিএনপির নীতি নয়: ডা. জাহিদ হোসেন
Published: 13th, September 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে, কথার ফুলঝুরিতে নয়। বিএনপি জনগণের জন্য যা করেছে তা বাস্তবমুখী এবং মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ছিল। কথার জালে মানুষকে বিভ্রান্ত করা বিএনপির নীতি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা.
তিনি বলেন, ‘‘আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কাউকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই, আবার কাউকে প্রভাবশালী ভেবে ভয় পাওয়ারও দরকার নেই। আপনারও একটি ভোট, আমারও একটি ভোট এই সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। আমার চেয়ে আপনার বেশি অধিকার নেই, আবার আপনার চেয়ে আমারও বেশি অধিকার নেই। তাই আমাদের উচিত একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা।’’
উপস্থিত জনতার উদ্দেশে জাহিদ হাসান বলেন, ‘‘দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকারের জন্য বিএনপি সব সময় কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করবে। জনগণই দেশের মালিক, এই বিশ্বাস নিয়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং থাকবে।’’
ঢাকা/মোসলেম/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ