নির্বাচনী জোটবদ্ধ হবেন না, যাদের কাছে সাহাবায়ে কেরামের সম্মান নিরাপদ নয়
Published: 18th, September 2025 GMT
যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন, যাদের কাছে সাহাবায়ে কেরামের সম্মান নিরাপদ নয় তাদের সঙ্গে নির্বাচনী জোটবদ্ধ হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জামায়াতকে ইঙ্গিত করে বাবুনগরী বলেন, “আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন।”
“আপনারা তাদের সঙ্গে জোটবদ্ধ হবেন না, যাদের কাছে সাহাবায়ে কেরামের সম্মান নিরাপদ নয়, নবীজী বলেছেন, আমি আর আমার সাহাবারা যে পথ ও পন্থার ওপর আছি, সেটাই মুক্তির একমাত্র পথ।”
তাই সহি আকিদার সব দল জোটবদ্ধভাবে ইসলামের খেদমত করার আহ্বান জানান তিনি।
যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হেফাজতের আমির আবারও বলেন, “তাদের সঙ্গেও ঐক্যবন্ধ হওয়ার চিন্তাও করবেন না, যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে তারা অনেক বই পুস্তকও রচনা করে গেছেন।এসব ভ্রান্ত আকিদার কোনো দলের সঙ্গে আপনারা জোট বন্ধ হবেন না। ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না।এদেশের দাওয়াতে তাবলিগ, মসজিদ মাদরাসা যেনো কোনো ক্ষতি না হয়, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে।”
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে তিনি বলেন, “ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাই এদেশে মানবাধিকার কমিশনের অফিস প্রত্যাহার করতে হবে।”
জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহ ব ন জ জ টবদ ধ ইসল ম
এছাড়াও পড়ুন:
নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে বাংলাদেশি মডেল নিবিড় আদনান
ছবি: নিবিড় আদনানের সৌজন্যে