কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি আগামী ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন নেতা বেছে নেবে লিবারেল পার্টি। অবশ্য জনমত জরিপে দলটি এ নির্বাচনে দুর্বল অবস্থানে রয়েছে।

৯ বছর ক্ষমতায় থাকার পর গত সোমবার পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। জনমত জরিপে দলের বাজে অবস্থা উঠে আসার পর দায়িত্ব ছাড়তে চাপে ছিলেন তিনি।

ট্রুডো বলেছেন, দলের নতুন প্রধান নির্বাচিত হওয়ার আগপর্যন্ত প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি। নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা ও প্রাথমিক নিয়মকানুন নিয়ে কাজ শুরু করতে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে দলের জাতীয় পরিচালনা পর্ষদ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ