চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে: খাদ্য উপদেষ্টা
Published: 13th, January 2025 GMT
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখতে গুদামে চাল সংরক্ষণের পাশাপাশি খাদ্য বিভাগের মাধ্যমে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রম চালু রাখা হয়েছে। প্রয়োজনের এর পরিমাণ আরও বাড়ানো হবে। চাপ কমলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে। এতে সাধারণ মানুষের সুবিধা হবে। আজ সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে চলতি আমন সংগ্রহ অভিযানবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বরিশাল বিভাগের চলতি আমন মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জন ও এর সুবিধা-অসুবিধা সম্পর্কে পর্যালোচনা এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন খাদ্য উপদেষ্টা। সভায় বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্য উপদেষ্টা।
আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য নিরাপত্তাকে মানবাধিকারের সবচেয়ে বড় বিষয় বিবেচনা করছে সরকার। আর এ লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি আরও বলেন, খাবারের অধিকার হচ্ছে মানবাধিকার। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পাইলট কার্যক্রমে উৎপাদন বাড়ানো, কৃষকদের প্রণোদনা দিয়ে খাদ্যশস্য কেনা, আমদানিতে কর ও শুল্ক মওকুফ, খোলাবাজারে কম দামে খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।
খাদ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন পর্যালোচনার পরে দেখা গেছে, বরিশাল অঞ্চলে আমনের আবাদ দেরিতে হয়। আমন সংগ্রহের জন্য সময়সীমা যেটা নির্ধারণ করা আছে, সেই সময়সীমার মধ্যে সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এই বিভাগে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন আশাব্যঞ্জক।
আলী ইমাম মজুমদার বলেন, দেশে টিসিবি ও খাদ্য বিভাগের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু এখন খাদ্য বিভাগের ওএমএস কার্যক্রম ফসলি মৌসুমের কারণে কিছুদিনের জন্য মফস্বলে স্থগিত রাখা হয়েছিল। এটা আবার চালু করে দেওয়া হয়েছে। প্রতি কার্যদিবসে প্রতি উপজেলায় দুই মেট্রিক টন করে চাল ওএমএসে দেওয়া হচ্ছে। দরকার হলে এটা আরও বাড়ানো হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।