বন্ধ করে দেওয়ার ২২ মাস ১৯ দিনের মাথায় রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বীমা করপোরেশন (জেবিসি) আবার পেনশন বিমা পলিসি বা পরিকল্প চালু করেছে। ‘জেবিসি পেনশন বিমা’ নাম দিয়ে এ পলিসি চালু করা হয় গতকাল রোববার। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া পলিসিটির নাম ছিল ‘ব্যক্তিগত পেনশন বিমা পলিসি’। দুই পলিসির বৈশিষ্ট্য একই ধরনের।

ঢাকার মতিঝিলে গতকাল রোববার এ পলিসির উদ্বোধন করেন জেবিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.

মুহিবুজ্জামান। এটির পাশাপাশি গতকাল ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী গ্রাহকসেবা পক্ষের উদ্বোধন করেন জেবিসির এমডি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী তারুণ্যের উৎসব, ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে নতুন পেনশন পলিসি ও গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করা হয় বলে জেবিসি এক বিজ্ঞপ্তিতে জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে শায়লা শারমিন ও শেখ মোহাম্মদ হাসান নামের দুজন গ্রাহকের কাছে নতুন পেনশন পলিসির ফার্স্ট প্রিমিয়াম রিসিট (এফপিআর) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নতুন পলিসিতে কী আছে

‘জেবিসি পেনশন বিমা’ সম্পর্কে সংস্থাটি বলেছে, অবসরজীবনের আর্থিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে এটি তৈরি করা হয়েছে। এ পলিসির গ্রাহকেরা আজীবন পেনশন–সুবিধা পাবেন। এ পলিসির নমিনিরাও থাকবেন পেনশনের আওতায়। মেয়াদ পূর্তিতে গ্রাহকেরা এককালীন অথবা মাসিক ভিত্তিতে পেনশন–সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া এর প্রিমিয়ামের ওপর আয়কর রেয়াত পাওয়া যাবে। পলিসিটির গ্রাহক হওয়া যাবে ২০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে। ষাণ্মাসিক ও বার্ষিক—উভয়ভাবেই প্রিমিয়াম পরিশোধ করা যাবে। বিমার মেয়াদ হবে সর্বনিম্ন পাঁচ বছর ও সর্বোচ্চ ৪৫ বছর। সর্বোচ্চ বার্ষিক পেনশন হবে বিমাগ্রাহকের সামর্থ্য অনুযায়ী। সর্বনিম্ন বার্ষিক পেনশন হবে ১০ হাজার টাকা। পেনশন পাওয়া যাবে ৫৫ থেকে ৬৫ বছর বয়সে।

পেনশন শুরুর ১০ বছরের মধ্যে বিমাগ্রাহকের মৃত্যু হলে ১০ বছরের বাকি সময়ের জন্য পেনশনভোগীর নমিনি পেনশন পাবেন। বিমাগ্রাহক বিমার মেয়াদের মধ্যে মারা গেলে নমিনি বার্ষিক পেনশনের ১৫ গুণ সুবিধা পাবেন। বিমাগ্রাহকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই বার্ষিক পেনশনের পাঁচ গুণ পরিমাণ অর্থ এবং মৃত্যুর পরের ১০ বছর পর্যন্ত বার্ষিক পেনশন দেওয়া হবে।

আগে কেন বন্ধ হয়েছিল

জেবিসির প্রকৌশল ও সম্পত্তি বিভাগের মহাব্যবস্থাপক হান্নানুর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ২০২৩ সালের ডিসেম্বরে বন্ধ করা হয়েছিল ব্যক্তিগত পেনশন বিমা পলিসি। অফিস আদেশে তখন বলা হয়েছিল, অলাভজনক হওয়ার কারণে অ্যাকচুয়ারিয়াল পরামর্শক ব্যক্তিগত পেনশন বিমা পলিসিটির বিপণন বন্ধ করার সুপারিশ করেছেন। ফলে এর বিক্রি কার্যক্রম বন্ধ করা হলো। এ সুপারিশ জেবিসির পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে বলে ২০২৩ সালের ২৮ নভেম্বর সংস্থার এক অফিস আদেশে সবাইকে জানানো হয়েছে।

জেবিসির তৎকালীন এমডি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান তখন বলেছিলেন, এজেন্ট ও গ্রাহকদের লাভ হলেও পেনশন বিমা পলিসির কারণে সরকারের লোকসান হচ্ছিল। এ ছাড়া সর্বজনীন পেনশন স্কিম চালুর পর থেকে সরকার চাইছিল ওদিকে মনোযোগ বাড়াতে। সব মিলিয়েই এটা বন্ধ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র ষ ক প নশন ব ম গ র হক প নশন ব ম গ র হক র প নশন প ন প নশন পল স র এ পল স

এছাড়াও পড়ুন:

বছরের শেষ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

বিশ্বকাপের বছরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সময় কাটায়। ২০২৩ বিশ্বকাপের কথাই ধরুন। দশ দলের বিশ্বকাপে লাগাতার ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সময় কাটিয়েছিল। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০ আন্তর্জাতিক ম‌্যাচ খেলেছে দুই বছর আগে। যেখানে জয় পেয়েছিল সর্বোচ্চ ২৪টিতে।

এ বছরও তেমন কিছুই হওয়ার কথা ছিল। যদি না- বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ (ভারতের বিপক্ষে) স্থগিত না হতো এবং চ‌্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ বেশি সময় কাটাত। এখন পর্যন্ত ৪৬ আন্তর্জাতিক ম‌্যাচ খেলেছে বাংলাদেশ।

আজ আয়ারল‌্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম‌্যাচ। ৪৭ ম‌্যাচের বছর কাটাতে যাচ্ছে বাংলাদেশ। যা লাল-সবুজের প্রতিনিধিদের ব‌্যস্ত সূচির দ্বিতীয় সর্বোচ্চ। এ বছর ৪৬ ম‌্যাচে বাংলাদেশ ২০টিতে জিতেছে।

আয়াল‌্যান্ডের বিপক্ষে ম‌্যাচ আজ বাংলাদেশের ‘ফাইনাল’। তিন ম‌্যাচ সিরিজে ১-১ সমতা। যারা আজ জিতবে তারাই জিতে নেবে সিরিজ। এর আগে আয়ারল‌্যান্ডের বিপক্ষে ২০১২ ও ২০২৩ সালে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ লিটনদের তৃতীয় সিরিজ জয়ের অপেক্ষা। অন‌্যদিকে আয়ারল‌্যান্ড এমন স্বাদ এখনও পায়নি। তাদের ইতিহাস গড়ার হাতছানি।

আগামী বছর দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপের আগে দুই দলের জন‌্যই এটি শেষ ম‌্যাচ। তাইতো প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না কেউ। চট্টগ্রামের উইকেট দুই দলকেই কঠিন সময় দিয়েছে। আজকে যারাই সিরিজ জিততে চায়, তাদেরকে কঠিন সময় কাটিয়েই সিরিজ জিততে হবে।

২২ গজে আয়ারল‌্যান্ড যে প্রতিদ্বন্দ্বিতা গড়েছে তাতে খুশি বাংলাদেশের বোলিং কোচ শন টেইট, ‘‘আয়ারল্যান্ড বেশ ভালো ও গোছানো দল। টি-টোয়েন্টিতে তারা কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপে ঠিক আগে আমরা এমন চ্যালেঞ্জ চেয়েছিলাম। যা আমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।’’

বাংলাদেশের একাদশ আজ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। শেষ ম‌্যাচে স্কোয়াডে যুক্ত করা হয়েছে শামীম হোসেন পাটোয়ারীকে। প্রথমবার মাহিদুলকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তার অভিষেক হয়নি এখনও। দুজনের কেউই খেলতে পারবেন কিনা নিশ্চিত করে জানাতে পারেননি টেইট। তার সোজাসাপ্টা কথা, একাদশে নির্বাচনে তার হাত নেই।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিই লিটনরা খেলবেন কলকাতায়। কন্ডিশন, উইকেট অনেকটাই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের মতো পাবে বাংলাদেশ। দেখার বিষয়, সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল ম‌্যাচটির থেকে জয়ের পাশাপাশি আর কী সুবিধা আদায় করতে পারে বাংলাদেশ। নাকি আইরিশদের ভাগ‌্য খুলবে?

দুই দলের ম‌্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

চট্টগ্রাম/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • ইমরান খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বোন উজমা
  • যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ঝোঁক জাপানের প্রতি কেন বাড়ছে, শীর্ষ ৫ গন্তব্যে বড় পরিবর্তন
  • বছরের শেষ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ