পেশাদার গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ বিআরটিএ’র প্রশিক্ষণ
Published: 13th, January 2025 GMT
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) নগরীর খানপুরে বিআরটিসি ডিপোর হল রুমে বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পেশাদার চালকদের আধুনিক ড্রাইভিং কৌশল, সড়ক নিরাপত্তা আইন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ বিষয়ে সচেতন করে তোলা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো.
তিনি বলেন, “গাড়ি চালকদের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি তাদের সড়ক নিরাপত্তা আইন, যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও থাকতে হবে।
একজন দক্ষ চালক কেবল নিজের নিরাপত্তাই নিশ্চিত করেন না; তিনি সড়কে চলাচলকারী সকলের নিরাপত্তায় ভূমিকা রাখেন। এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচি সড়ক ব্যবস্থাকে আরও নিরাপদ এবং সুশৃঙ্খল করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন খান, ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল করিম শেখ, ড্রাইভিং ইন্সট্রাক্টর মো. জাহিদুল ইসলাম, বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হেমায়েত হোসেন।
প্রশিক্ষণে তিন শ্রেণির লাইসেন্সধারী মোট ২০০ জন পেশাদার চালক অংশগ্রহণ করেন। এতে তাদের আধুনিক ড্রাইভিং কৌশল, ট্রাফিক নিয়ম-কানুন এবং যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।