হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা হয়েছে। এ উপলক্ষে নোয়াপাড়ায় মঙ্গলবার এক আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এসময় সভায় শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সলকে মাধবপুর চুনারুঘাট আসনে প্রার্থী হিসেবে দেখতে চান নেতাকর্মীরা। 

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সৈয়দ মোঃ ফয়সল ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে তার পরিবারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শত বাধাবিপত্তি উপেক্ষা করে সৈয়দ মোঃ ফয়সল ও তার পরিবার মাধবপুর চুনারুঘাট তথা হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। যখন মাধবপুর চুনারুঘাট বিএনপির দাঁড়াবার কোন নিরাপদ জায়গা ছিলনা। আমরা তাকে আগামীতে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সল বিএনপি থেকে মনোনীত হয়ে নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ মাধবপুর চুনারুঘাট সৈয়দ মোঃ ফয়সল ও তার পরিবার সায়হাম শিল্প পরিবার অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করেন। এ কারণে জনসাধারণে তাদের অনেক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, শিল্পপতি সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সেক্রেটারি হামিদুর রহমান হামদু, সহসভাপতি হাজাী অলি উল্লাহ, পারভেজ হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পদক মোস্তফা কামাল বাবুল, হোসাইন মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ প্রমুখ।

সৈয়দ মো.

ফয়সল বলেন, বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলতে হবে। কেউ যাতে বিএনপির নামে চাঁদাবাজি ও দখলবাজি করতে না পারে। আমরা যেন কারো প্রতি জুলুম-অন্যায় না করি। কারণ জুলুমকারীকে কেউ পছন্দ করেনা। তাদের পরিণতি ভয়ংকর। দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সায়েমের অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ে শুরু

জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।

অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব‌্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে পাকিস্তান।

টস হেরে ব‌্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব‌্যাটসম‌্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব‌্যাটে।  এ সময়ে তিনি তুলে নেন ক‌্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।

এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।

লক্ষ‌্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ‌্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ‌্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২),  গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব‌্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।

পাকিস্তানের বোলারদের মধ‌্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ