বিপিএলের চট্টগ্রাম পর্বের সময়সূচি
Published: 14th, January 2025 GMT
ঢাকা ও সিলেটের পর্ব পেরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) থেকে সাগরিকার পাড়ে শুরু হবে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই। তার আগে চলুন দেখে নেওয়া যাক বিপিএলের চট্টগ্রাম পর্বের সময়সূচি:
তারিখ | মুখোমুখি | সময় |
১৬ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল | দুপুর ১. ৩০ |
১৬ জানুয়ারি | চিটাগং কিংস-খুলনা টাইগার | সন্ধ্যা ৬.৩০ |
১৭ জানুয়ারি | দুর্বার রাজশাহী-সিলেট স্ট্রাইকার্স | দুপুর ২টা |
১৭ জানুয়ারি | চিটাগং কিংস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৭টা |
১৯ জানুয়ারি | চিটাগং কিংস-ফরচুন বরিশাল | দুপুর ১.৩০ |
১৯ জানুয়ারি | দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬.৩০ |
২০ জানুয়ারি | ঢাকা ক্যাপিটাল-সিলেট স্ট্রাইকার্স | দুপুর ১.৩০ |
২০ জানুয়ারি | চিটাগং কিংস-দুর্বার রাজশাহী | সন্ধ্যা ৬.৩০ |
২২ জানুয়ারি | চিটাগং কিংস-ঢাকা ক্যাপিটাল | দুপুর ১.৩০ |
২২ জানুয়ারি | ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬.৩০ |
২৩ জানুয়ারি | দুর্বার রাজশাহী-রংপুর রাইডার্স | দুপুর ১.৩০ |
২৩ জানুয়ারি | খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬.৩০ |
আরো পড়ুন:
বিপিএল: দেশিদের রাজত্বে রঙিন চায়ের দেশ
তীরে এসে ডুবলো খুলনা, রংপুরের রোমাঞ্চকর জয়
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।