নতুন বছরে প্রযুক্তি ব্র্যান্ডের নতুন সব মডেলের আত্মপ্রকাশ সামনে আসবে। ইতোমধ্যে আসতে শুরু করেছে নতুন সব মডেলের বার্তা।
তবে আগ্রহের কেন্দ্রে থাকে বাজেট শর্ত।
নতুন স্মার্টফোন মডেল নোট ৬০এক্স উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। মডেলের বহুল আলোচিত ফিচার হচ্ছে ড্রপ প্রটেকশন ফিচার। টানা ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে ডিভাইসটি ব্যবহার করতে পারবেন গ্রাহক। ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার। পূর্ণ চার্জে টানা ৪৮ দিন সচল থাকে বলে জানানো হয়।
নির্মাতা সূত্রে জানা গেছে, বিশেষ বৈশিষ্ট্য ‘আর্মরশেল’ প্রটেকশন ফিচারে থাকছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যার মধ্যে টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো ও শক প্রতিরোধক সার্কিট বোর্ড অন্যতম। অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং অংশ, যা হ্যান্ডসেটের হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধুলা-ময়লা থেকে হ্যান্ডসেটের সুরক্ষা নিশ্চিত করবে।
ডিসপ্লে ৬ দশমিক ৭ ইঞ্চি।
ফলে সূর্যের উজ্জ্বল আলোতে নির্বিঘ্নে কাজ করা যায়। আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে প্রদর্শন করে। ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক হয়।
অক্টাকোর প্রসেসর যুক্ত থাকায় মাল্টিটাস্কিং সহজ হয়। ওজনে হালকা আর গড়নে পাতলা।
৪ জিবি ও ৮ জিবি ডায়নামিক র্যাম ও ৬৪ জিবি রম। মডেলটি মূলত বাজেটবান্ধব সিরিজ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।