বিশ্ববিদ্যালয়ের প্যাডে শেখ হাসিনা সরকারের স্লোগান, পরিচালক সাময়িক বরখাস্ত
Published: 16th, January 2025 GMT
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড.
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জরুরি সভা ডেকে মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান-সম্বলিত (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির বিধি ৪ লঙ্ঘিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের ধারা ১১ (৭) এবং আচরণবিধির বিধি ১৩ মোতাবেক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। ১৫ জানুয়ারি বিকেল থেকে এ আদেশ কার্যকর হবে।
সোমবার (১৩ জানুয়ারি) ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সম্বলিত প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ের বিল-সংক্রান্ত এ বিজ্ঞপ্তি যে প্যাডে দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সম্বলিত একটি লোগো আছে।
ড. সুমন কান্তি বড়ুয়া জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সরকারের স্লোগান-সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি নজরে আসার পরপরই উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেছেন, “বিষয়টি নজরে আসার সাথে সাথেই আমরা ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রাসেল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মনোনয়নপত্র নিতে এসে স্লোগান, আচরণবিধি ভাঙলেন এক শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মনোনয়নপত্র নিতে এসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তাঁর নাম সালমান রহমান। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে চাকসুর কার্যনির্বাহী সদস্যপদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
নির্বাচনী আচরণবিধি–২ এর ক অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না।
সরেজমিনে দেখা যায়, সালমান রহমান ৮ থেকে ১০ জন সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। মনোনয়নপত্র নেওয়ার পর চাকসু ভবনের ভেতরেই সালমানের নাম ধরে স্লোগান দেন সমর্থকেরা। স্লোগান দিতে দিতে চাকসু ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে নামেন তাঁরা। এ সময় সালমান রহমান সবার মাঝখানেই ছিলেন। তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
আচরণবিধি ভাঙার বিষয়টি স্বীকার করে সালমান রহমান প্রথম আলোকে বলেন, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়বেন। তাঁর সমর্থকেরা না বুঝে স্লোগান দিয়েছেন। এ ধরনের ভুল আর হবে না।
জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তিনি শুনেছেন। এসব বিষয় দেখভালের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। গত রোববার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। আজ মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।