বিশ্ববিদ্যালয়ের প্যাডে শেখ হাসিনা সরকারের স্লোগান, পরিচালক সাময়িক বরখাস্ত
Published: 16th, January 2025 GMT
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড.
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জরুরি সভা ডেকে মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান-সম্বলিত (শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির বিধি ৪ লঙ্ঘিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের ধারা ১১ (৭) এবং আচরণবিধির বিধি ১৩ মোতাবেক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। ১৫ জানুয়ারি বিকেল থেকে এ আদেশ কার্যকর হবে।
সোমবার (১৩ জানুয়ারি) ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সম্বলিত প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ের বিল-সংক্রান্ত এ বিজ্ঞপ্তি যে প্যাডে দেওয়া হয়েছে, তাতে দেখা যায়, ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সম্বলিত একটি লোগো আছে।
ড. সুমন কান্তি বড়ুয়া জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সরকারের স্লোগান-সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি নজরে আসার পরপরই উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেছেন, “বিষয়টি নজরে আসার সাথে সাথেই আমরা ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রাসেল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জকসুর তফসিল সোমবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
রবিবার (২ নভেম্বর) চূড়ান্ত করা হবে নির্বাচনি আচরণবিধি এবং আগামীকাল সোমবার (৩ নভেম্বর) ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, “২৭ নভেম্বর নয়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জকসু নির্বাচন হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ডিসেম্বরের ৮, ৯ বা ১০ তারিখ যাচাই করে দেখা হচ্ছে। যেহেতু ১৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস—সেক্ষেত্রে ১০ ডিসেম্বর বুধবার নির্বাচনের সম্ভাবনা বেশি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম জকসু নির্বাচন। তাই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। অনেক ছাত্র সংগঠনও ডিসেম্বরেই নির্বাচন চায়, যাতে তারা প্রচারণা চালাতে পারে। তবে আমরা চাই, যত দ্রুত সম্ভব একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে।”
অধ্যাপক মোস্তফা হাসান বলেন, “ভোটার তালিকা, প্রার্থী হওয়ার যোগ্যতা, ভোট দেওয়ার প্রক্রিয়া—এসব খসড়া তৈরি করা হয়েছে। পাশাপাশি নির্বাচনি আচরণবিধিও প্রস্তুত করা হয়েছে চারটি বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করে।”
আজ সব কার্যকর ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি ও নির্বাচনের অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে আচরণবিধি চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, “কেউ যেন দ্বিমত না করে, সেটিই আমাদের লক্ষ্য। আচরণবিধি চূড়ান্ত হলেই সোমবার বা মঙ্গলবার তফসিল ঘোষণা করব।”
ছাত্রদলের সম্পাদকীয় ও সদস্য পদ বৃদ্ধির দাবির বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “জকসুর সংবিধি পাস হয়ে গেছে। এখন এটি সংশোধন করতে হলে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, ইউজিসি, মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির অনুমোদন লাগবে—এটি দীর্ঘ প্রক্রিয়া। তাই নতুন করে সংযোজনের সুযোগ নেই।”
তিনি আরো বলেন, “আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেটা স্বীকার করছি। তবে আমরা চাই, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন সম্পন্ন করতে। অন্যান্য ক্যাম্পাসের তুলনায় জবির ছাত্র সংগঠনগুলো অনেক ঐক্যবদ্ধ। তাদের সহযোগিতা পেলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হবে জকসু নির্বাচন।”
অধ্যাপক মোস্তফা হাসান আশা প্রকাশ করে বলেন, “২০ বছর পর প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা চাই, জবির এই নির্বাচন সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকুক।”
ঢাকা/লিমন ইসলাম/ইভা