Risingbd:
2025-05-03@05:40:59 GMT

ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ আটক ৪

Published: 16th, January 2025 GMT

ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ আটক ৪

কুষ্টিয়ার ভেড়ামারায় পাওনা টাকা নিয়ে বাড়িতে হামলার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভেড়ামারা থানার (ওসি) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সবুজ আলী (২৫), মো.

আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮) ও মো. নুরুন্নবী প্রামাণিক (৩২)। তারা ভেড়ামারা উপজেলার মোকারমপুর ইউনিয়নের বাসিন্দা। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, উপজেলার মোকারমপুর ইউনিয়নের নওদা খেমিরদিয়ার এলাকার বাসিন্দা মো. বকুলের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের বাড়িতে হামলা করে সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। সবুজ একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে। 

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের ঘিরে ফেলে। তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী বিজয়ের বাবা মো. বকুল বলেন, “সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেল যোগে ১০ জন সন্ত্রাসী পূর্ব বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পুলিশ একটি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি দুটি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়।”

ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, “পুলিশ একটি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ চার জনকে আটক করে। বাকি দুটি অস্ত্র পুকুরে ফেলে দেওয়ার বিষয়ে যে অভিযোগ আছে, সেটা আমরা খতিয়ে দেখব।”

ঢাকা/কাঞ্চন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর - মুহাম্মদ আবদুল জব্বার

কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়।

তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন। 

এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি  ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি সব সময় শ্রমিকদের পাশে আছে : রাজিব 
  •  খালেদা জিয়ার সুস্থতায় জাকির খানের দোয়া 
  • ফতুল্লায় জে. আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্ষপূর্তি উদযাপন
  • সাতক্ষীরায় জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা
  • শ্রমিকরাই জীবন দিয়ে বাংলাদেশের মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে : মামুন মাহমুদ
  • মুন্সীগঞ্জে দিনমজুরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
  • ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার, কচুয়ায় গ্রেপ্তার ২ জন
  • শ্রমিক দিবসে রিকশাচালকদের পাশে নারায়ণগঞ্জ ‘বসুন্ধরা শুভসংঘ’
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার