বিপিএলটা বেশ ভালো কাটছিল পেসার সৈয়দ খালেদ আহমেদের। তার দলও জিতছিল। যেখানে অবদান ছিল ডানহাতি পেসারের। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) টানা চতুর্থ জয়েও খালেদ অবদান রেখেছিলেন ২৬ রানে ২ উইকেট নিয়ে।

জয়ের আনন্দ দলের সঙ্গেই ভাগাভাগি করেছিলেন তিনি। কিন্তু হোটেলে ফিরে পৃথিবী ভেঙে পড়ে তার। জানতে পারেন, মায়ের মুত্যুর খবর। মাঠে খেলছিলেন বলে সেই খবর তাকে জানানো হয়নি। চিটাগং কিংসের অফিসিয়াল পেইজ থেকে জানানো হয়, ‘‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা থাকল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে জায়গা করে দেন।”

সাথে সাথেই নিজের বাড়ি সিলেটের উদ্দেশ্যে রওনা হন খালেদ। আজ তাদের আরেকটি ম্যাচ রয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। ম্যাচে খালেদ থাকছেন না নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার ইয়াকুব।

আরো পড়ুন:

সিলেটের সামনে ১৮৪ রানের চ্যালেঞ্জ

শঙ্কা কাটিয়ে সিলেটের বিরুদ্ধে ব্যাটিংয়ে রাজশাহী

পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে এখনও পর্যন্ত চিটাগং কিংসের দ্বিতীয় সফলতম বোলার খালেদ। জাতীয় দলের হয়ে ১৫ টেস্ট ও দুই ওয়ানডে খেলা খালেদকে ছুটি দিয়েছে দলটি। কঠিন এই মুহূর্তে খালেদের পাশে রয়েছে চিটাগং।

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ