ঝিনাইদহে একটি বাড়ির পেছনের সেফটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাধপুকুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। ওই যুবক গত সাতদিন ধরে নিখোঁজ ছিলেন।
এলাকাবাসী জানান, বাধপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে রুবেল হোসেন গত ১১ জানুয়ারি রাত ৯টার পর বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। তার সন্ধানে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ গ্রামের একটি বাড়ির পেছনে সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। সেখানে কাজ করা শ্রমিকরা সেফটিক ট্যাংকের ঢাকনা খুলে রুবেলের মৃতদেহ দেখতে পায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
আরো পড়ুন:
রেললাইনে মিলল মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা
আলু ক্ষেতে পুঁতে রাখা গৃহবধূর মরদেহ উদ্ধার
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব