পাকিস্তানের ২৫৯ রানের দিনে দক্ষিণ আফ্রিকার ক্যাচ ছাড়ার আফসোস
Published: 20th, October 2025 GMT
প্রথম সেশনে পড়েছে ১ উইকেট। পরের দুই সেশনে পড়েছে ২টি করে উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে আজ পাকিস্তানের মাত্র ৫টি উইকেট তুলে নিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের স্কোর তবু সেভাবে এগোতে পারেনি। ওভারপ্রতি গড়ে তিনের নিচে রান তুলে ৫ উইকেটে ২৫৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন সৌদ শাকিল (৪২*) ও সালমান আগা (১০*)। প্রথম সেশনে পাকিস্তান ভালো করলেও পরের দুই সেশনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা। কয়েকটি ক্যাচ না ছাড়লে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে থাকত।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮৭ রান। ৭১ রানে একবার জীবন পেয়েছেন পাকিস্তান অধিনায়ক। ৫৭ রান করা ওপেনার আবদুল্লাহ শফিক তো আরও ভাগ্যবান, রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে একবার তাঁর ক্যাচ ছেড়েছেন ট্রিস্টান স্টাবস। পরে ৪১ রানে দাঁড়িয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে বেঁচেছেন শফিক। দুবার সহজ ক্যাচ তুলে বাঁচা শফিক শান মাসুদের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন। প্রথম দিনে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি।
উইকেট নেওয়ার আনন্দ উদ্যাপন প্রোটিয়াদের। তবে ক্যাচ ছাড়ার হতাশা পোড়াবে তাদের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই ট্রলারসহ আটক ২২
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুইটি ট্রলারসহ ২২ জনকে আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে তাদের আটক করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নৌঘাঁটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে—এ তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন এলাকায় টহল বাড়ানো হয়। টহলে থাকা নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন থেকে ৩৬.৫ মাইল পশ্চিমে দুটি কাঠের ট্রলার দেখতে পায়। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা ট্রলার দুটি আটক করেন।
আটক ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামের ট্রলারে তল্লাশি করে ১ হাজার ৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারি দলের ২২ সদস্যকে আটক করা হয়। পরে জব্দ মালামাল ও আট ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব