সাল্ট, ব্রুক ও রশিদ ঝলকে নিউ জিল্যান্ডকে ৬৫ রানে হারাল ইংল্যান্ড
Published: 20th, October 2025 GMT
ফিল সাল্ট ও হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিং, সঙ্গে আদিল রশিদের জাদুকরী বোলিং; এই ত্রিমুখী পারফরম্যান্সেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাটিং নিতে না চাওয়া কিউইদের সেই সিদ্ধান্তই শেষে কাল হলো তাদের জন্য।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বোলিং নেয় নিউ জিল্যান্ড। কিন্তু ইংলিশ ওপেনার ফিল সাল্ট আর তরুণ ব্যাটার হ্যারি ব্রুক যেন শুরু থেকেই ঝড় তুললেন। ৬৯ বলে এই জুটি তোলে ১২৯ রান। সাল্ট ৫৬ বলে ৮৫, আর ব্রুক ৩৫ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভর করেই ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২৩৬ রান, যা হ্যাগলি ওভালের নতুন রেকর্ড।
আরো পড়ুন:
টেস্টে রিশাদ ‘মারাত্মক’ হতে পারেন, তবে…
‘দিল্লিতে কুম্বলের ১০ উইকেট নেওয়ার পিচ মিরপুরের থেকেও খারাপ ছিল’
নিউ জিল্যান্ডের বোলাররা যেন দিশেহারা হয়ে পড়েছিলেন। ছয়জনই দুই অঙ্কের ইকোনমি রেটে রান খরচ করেন। এমনকি ব্রুকের ৪০ রানে জীবন দানও ব্যয়বহুল প্রমাণিত হয় কিউইদের জন্য। কাইল জেমিসন যদিও এক ওভারে সাল্ট ও ব্রুক দুজনকেই ফেরান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর টম ব্যানটনের ১২ বলে ২৯ রানের ক্যামিও আরও চাপ বাড়িয়ে দেয় স্বাগতিকদের ওপর।
পাল্টা ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ডের শুরুটা ছিল ভয়ানক। ব্রাইডন কার্স শুরুতেই টিম রবিনসন ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন। টিম সাইফার্ট ও মার্ক চ্যাপম্যান জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ৬৯ রানের পার্টনারশিপে। কিন্তু লিয়াম ডসনের বলে চ্যাপম্যান ফেরার পরই ভেঙে পড়ে কিউইদের লড়াই।
সেখান থেকে পুরো ম্যাচ নিজের মুঠোয় নেন আদিল রশিদ। তার স্পিনে যেন জড়িয়ে গেল নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তিনি তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট- সাইফার্ট, ড্যারিল মিচেল, জিমি নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনারের। স্যান্টনার যদিও ১৫ বলে ৩৬ রানের ঝড় তোলেন। কিন্তু তা ছিল কেবল হার ঠেকানোর মরিয়া চেষ্টা।
শেষের কাজটা সারেন বাঁহাতি পেসার লিউক উড। ১৮তম ওভারে তিনি ম্যাট হেনরি ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।
তাতে নিউ জিল্যান্ড গুটিয়ে যায় ১৮ ওভারে ১৭১ রানে। ৬৫ রানের বিশাল জয় নিয়ে ইংল্যান্ড সিরিজে এগিয়ে গেল। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর), অকল্যান্ডের ঐতিহাসিক ইডেন পার্কে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘সুস্থ দেহ ও প্রফুল্ল মন’-এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে ওয়ালটন ওয়ারিয়রস দল ৫-০ গোলে হারায় কালিয়াকৈর সেলিব্রিটি একাদশকে।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে স্মার্টফোনের নতুন ‘নেক্সজি ব্র্যান্ডশপ’ চালু
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন গাজীপুর পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক এবং ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, ওয়ালটন ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার সোহেল রানা এবং হেড অব এইচআর কাউসার আহমেদ চৌধুরী, হেড অব এডমিন (ভারপ্রাপ্ত) তানভীর আহাম্মদসহ ওয়ালটনের কর্মকর্তারা।
ওয়ালটন হেডকোয়ার্টার্স ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ওয়ালটন হেডকোয়ার্টার্সের প্রশাসন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ওই প্রীতি ফুটবল ম্যাচ।
আয়োজকরা জানান, তারুণ্যের উৎসবমুখর মনন ও তাদের শারীরিক সুস্থতাকে সামনে রেখে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “মানুষের মনে সুস্থ বিনোদন নিশ্চিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার আয়োজন করছে। আমরা খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনতে প্রয়াস চালাচ্ছি। তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। তাই খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় এ ধরনের খেলাধুলার আয়োজন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী বলেন, “খেলাধুলার মাধ্যমে ওয়ালটন পরিবারের সদস্যরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে চলছেন। এসব অনুষ্ঠান আয়োজনে আমাদের উদ্দেশ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ওয়ালটন পরিবারের সদস্যদের শরীর এবং মন সতেজ রাখা। বছরজুড়ে খেলাধুলার আয়োজন চলমান রয়েছে ওয়ালটনে। যখন যে খেলাধুলার মৌসুম, তখন সে ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এখানে। ওয়ালটনে খেলাধুলার এসব আয়োজন চলমান থাকবে।”
ঢাকা/মাহফুজ/সাইফ