ফিল সাল্ট ও হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিং, সঙ্গে আদিল রশিদের জাদুকরী বোলিং; এই ত্রিমুখী পারফরম্যান্সেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাটিং নিতে না চাওয়া কিউইদের সেই সিদ্ধান্তই শেষে কাল হলো তাদের জন্য।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বোলিং নেয় নিউ জিল্যান্ড। কিন্তু ইংলিশ ওপেনার ফিল সাল্ট আর তরুণ ব্যাটার হ্যারি ব্রুক যেন শুরু থেকেই ঝড় তুললেন। ৬৯ বলে এই জুটি তোলে ১২৯ রান। সাল্ট ৫৬ বলে ৮৫, আর ব্রুক ৩৫ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভর করেই ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২৩৬ রান, যা হ্যাগলি ওভালের নতুন রেকর্ড।

আরো পড়ুন:

টেস্টে রিশাদ ‘মারাত্মক’ হতে পারেন, তবে…

‘দিল্লিতে কুম্বলের ১০ উইকেট নেওয়ার পিচ মিরপুরের থেকেও খারাপ ছিল’ 

নিউ জিল্যান্ডের বোলাররা যেন দিশেহারা হয়ে পড়েছিলেন। ছয়জনই দুই অঙ্কের ইকোনমি রেটে রান খরচ করেন। এমনকি ব্রুকের ৪০ রানে জীবন দানও ব্যয়বহুল প্রমাণিত হয় কিউইদের জন্য। কাইল জেমিসন যদিও এক ওভারে সাল্ট ও ব্রুক দুজনকেই ফেরান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর টম ব্যানটনের ১২ বলে ২৯ রানের ক্যামিও আরও চাপ বাড়িয়ে দেয় স্বাগতিকদের ওপর।

পাল্টা ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ডের শুরুটা ছিল ভয়ানক। ব্রাইডন কার্স শুরুতেই টিম রবিনসন ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন। টিম সাইফার্ট ও মার্ক চ্যাপম্যান জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ৬৯ রানের পার্টনারশিপে। কিন্তু লিয়াম ডসনের বলে চ্যাপম্যান ফেরার পরই ভেঙে পড়ে কিউইদের লড়াই।

সেখান থেকে পুরো ম্যাচ নিজের মুঠোয় নেন আদিল রশিদ। তার স্পিনে যেন জড়িয়ে গেল নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তিনি তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট- সাইফার্ট, ড্যারিল মিচেল, জিমি নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনারের। স্যান্টনার যদিও ১৫ বলে ৩৬ রানের ঝড় তোলেন। কিন্তু তা ছিল কেবল হার ঠেকানোর মরিয়া চেষ্টা।

শেষের কাজটা সারেন বাঁহাতি পেসার লিউক উড। ১৮তম ওভারে তিনি ম্যাট হেনরি ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

তাতে নিউ জিল্যান্ড গুটিয়ে যায় ১৮ ওভারে ১৭১ রানে। ৬৫ রানের বিশাল জয় নিয়ে ইংল্যান্ড সিরিজে এগিয়ে গেল। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর), অকল্যান্ডের ঐতিহাসিক ইডেন পার্কে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আমাকে একবার খেতে ডাকতে পারত

আগের পর্বআরও পড়ুনএ কেমন জ্যাকেট০৭ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ