জামালপুরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত
Published: 19th, January 2025 GMT
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আইনজীবী ও তার মা গুরুত্বর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের সুরুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- সুরুলিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে অ্যাডভোকেট নাসরিন সুলতানা শিখা (৩২) ও তার মা নাজমা বেগম (৫৫)। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
অটোরিকশা চালকদের মারধরে ৩ পুলিশ আহত
আহত আইনজীবী নাসরিন সুলতানা শিখা বলেন, “আমার চাচা ওয়াজকুরুনির সঙ্গে বাড়ির জমি ও গাছ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে আজ দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ক্ষেতের জমি দখল করতে যান চাচা ওয়াজকুরুনি, রফিকুল ইসলাম গদাই ও মাইনুদ্দিনসহ ২০ থেকে ২৫ জন। বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায় এবং মা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান।”
আহত নাজমা বেগম বলেন, “আমাদের ওপর চালানো হামলার বিচার চাই। আমাদের অসহায় পেয়ে এভাবে মারধর করেছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াহিদুজ্জামান ওয়াজকুরুনি মোবাইল ফোনে বলেন, “৫২ শতাংশ জমি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। এসব নিয়ে আমাদের ওপর আজকে প্রথমে হামলা করে তারা। পরে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়।”
মেলান্দহ থানার ওসি মো.
ঢাকা/শোভন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত র ওপর
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক