মিয়ানমারের উত্তরাঞ্চলে জান্তা ও একটি সশস্ত্র জোটের যুদ্ধবিরতি
Published: 20th, January 2025 GMT
চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সামরিক বাহিনী এবং দেশটির একটি সশস্ত্র জোট ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ) এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।
রয়টার্স লিখেছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার থেকে দুই পক্ষের মধ্যে এই চুক্তি কার্যকর হয়েছে। এর ফলে চীন সীমান্তে যুদ্ধ বন্ধ করেছে জান্তা ও এমএনডিএএ।
জান্তার সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের এই জোটের প্রতিধিনিরা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে বৈঠক করে। এতে মধ্যস্থতা করেছে বেইজিং।
আরো পড়ুন:
মিয়ানমার থেকে এল দেড় হাজার বস্তা ডাল
কাচিনের বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৫
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার (২০ জানুয়ারি) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “মিয়ানমারের উত্তরাঞ্চলের পরিস্থিতি শান্ত করা মিয়ানমার এবং এই অঞ্চলের সব দেশের সব পক্ষের জন্য একটি সাধারণ স্বার্থ, যা চীন ও মিয়ানমারের সীমান্ত এলাকার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখবে।”
মাও নিং বলেন, “চীন সক্রিয়ভাবে শান্তি ও সংলাপের জন্য প্রচার চালিয়ে যাবে এবং উত্তর মিয়ানমারে শান্তি প্রক্রিয়ায় সমর্থন ও সহায়তা দিয়ে যাবে।”
এমএনডিএএ হলো কয়েকটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর একটি জোট, যারা তাদের অঞ্চল থেকে সামরিক বাহিনীকে তাড়িয়ে দেওয়ার জন্য লড়াই করে আসছে।
এমএনডিএএ সশস্ত্র জোটটি তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মির সঙ্গে তথাকথিত ‘থ্রি ব্রাদারহুড’ অ্যালায়েন্সের অংশ। ২০২৩ অক্টোবরের শেষের দিকে চীনের সীমান্তের কাছে বিস্তীর্ণ অঞ্চল দখল করে সামরিক জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এমএনডিএএ।
মিয়ানমারের চিন প্রদেশের জাতিগত সংখ্যালঘুদের নিয়ে এমএনডিএএ গঠন করা হয়। গত জুলাইয়ে তারা চীনা সীমান্তের কাছে একটি বড় সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল।
রয়টার্স লিখেছে, বিশ্লেষকরা বলছেন- মিয়ানমারে জান্তাবিরোধী শক্তির অগ্রগতি নিয়ে চিন্তিত চীন। বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা বাহিনীকে গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে তাড়িয়ে দিয়েছে। মান্দালয়ের কেন্দ্রীয় শহরের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা।
মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয়। তখন থেকে সংকটে নিমজ্জিত রয়েছে মিয়ানমার।
চীনের আশঙ্কা, মিয়ানমারের সঙ্গে তাদের ২ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তে বিশৃঙ্খলা জিইয়ে থাকলে তা বিনিয়োগ ও বাণিজ্যকে হুমকির মুখে ফেলবে।
বেইজিং এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে উত্তর সীমান্তে একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিল কিন্তু কয়েক মাস পরে চুক্তিটি ভেস্তে যায়। এবারও যে চুক্তি তাদের মধ্যস্থতা হলো, তা কতদিন টেকে, সেটিই দেখার বিষয়।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।