কত কোটি টাকায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?
Published: 21st, January 2025 GMT
বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন তার মুম্বাইয়ের ওশিওয়ারার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। চলতি মাসে ৮৩ কোটি রুপিতে এটি বিক্রি করেন ‘নসীব’খ্যাত এই তারকা।
ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুসারে, ওশিওয়ারার ক্রিস্টাল গ্রুপের একটি আবাসিক প্রকল্প দ্য আটলান্টিসে অবস্থিত অমিতাভের অ্যাপার্টমেন্ট; যা ১.
২০২১ সালের এপ্রিলে ৩১ কোটি রুপিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অমিতাভ বচ্চন। কয়েক বছর পর ৮৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি) বিক্রি করেছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
আরো পড়ুন:
শুটিং সেটের সিলিং ভেঙে আহত অর্জুন-ভূমি
বিতর্ক মাথায় নিয়েই বিগ বসের বিজয়ী করন
অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।
গত বছরের ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পায় ‘ভেট্টিয়ান’। টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেননি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।