কত টাকা পুরস্কার পেলেন সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক
Published: 21st, January 2025 GMT
মধ্যরাতে সাইফ আলী খানের উপর হঠাৎ হামলা। হামলার পর অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। কোনোরকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইফকে। এবার সেই অটোচালক তার উদারতার পুরস্কার পেলেন।
ভজন সিং নামে ওই অটোচালক জানিয়েছিলেন, ওই রাতে এক মহিলা তার অটো থামায়। রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তারা নিজেদের মধ্যে কথাও বলেছিলেন যে কোন হাসপাতালে নিয়ে যাবেন। ভজন সিং ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের থেকে কোনও টাকা নেননি।
তবে সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরেও কারিনা কাপুর বা তাদের পরিবারের সদস্যরা কোনওরকম যোগাযোগ করেননি।
তথ্য অনুযায়ী, এই সাহসী কাজের জন্য অটোচালক ভজন সিংকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। যা খান বা কাপুর পরিবারের তরফে নয়। বরং একটি সংস্থা থেকে বিশেষ পুরস্কার পেয়েছেন ভজন।
সেই রাতে সাইফ আলী খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি সংস্থার পক্ষ থেকে অটোচালককে প্রায় ১১ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হয়েছে। সাইফকে হাসপাতালে নিয়ে যেতে আর একটু দেরি হলে অবস্থা খারাপ হতে পারত বলেও মনে করছেন অনেকেই। সূত্র:
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শতবর্ষী ‘হাতির বাংলো’
২ / ১০শত বছরের পুরোনো হাতির বাংলো।