কত টাকা পুরস্কার পেলেন সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক
Published: 21st, January 2025 GMT
মধ্যরাতে সাইফ আলী খানের উপর হঠাৎ হামলা। হামলার পর অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। কোনোরকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাইফকে। এবার সেই অটোচালক তার উদারতার পুরস্কার পেলেন।
ভজন সিং নামে ওই অটোচালক জানিয়েছিলেন, ওই রাতে এক মহিলা তার অটো থামায়। রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তারা নিজেদের মধ্যে কথাও বলেছিলেন যে কোন হাসপাতালে নিয়ে যাবেন। ভজন সিং ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের থেকে কোনও টাকা নেননি।
তবে সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরেও কারিনা কাপুর বা তাদের পরিবারের সদস্যরা কোনওরকম যোগাযোগ করেননি।
তথ্য অনুযায়ী, এই সাহসী কাজের জন্য অটোচালক ভজন সিংকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। যা খান বা কাপুর পরিবারের তরফে নয়। বরং একটি সংস্থা থেকে বিশেষ পুরস্কার পেয়েছেন ভজন।
সেই রাতে সাইফ আলী খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি সংস্থার পক্ষ থেকে অটোচালককে প্রায় ১১ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হয়েছে। সাইফকে হাসপাতালে নিয়ে যেতে আর একটু দেরি হলে অবস্থা খারাপ হতে পারত বলেও মনে করছেন অনেকেই। সূত্র:
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।