Samakal:
2025-09-18@01:30:39 GMT

সমালোচনার মুখে ইলন মাস্ক

Published: 21st, January 2025 GMT

সমালোচনার মুখে ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্কের বিশেষ এক অঙ্গভঙ্গি নিয়ে এবার সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তৃতা দেওয়ার সময় করা নিজস্ব এক অঙ্গভঙ্গি নিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন মাস্ক।

 অনলাইনে অনেকেই এটিকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করেছেন। তবে মাস্ক এসব সমালোচনাকে ‘বিরক্তিকর আক্রমণ’ অভিহিত করে উড়িয়ে দিয়েছেন। 

সোমবার ওয়াশিংটন ডিসির স্পোর্টস ভেন্যু ক্যাপিটাল ওয়ান এরিনায় অভিষেকের অনুষ্ঠান চলাকালে মাস্ক মঞ্চে ওঠার পর উপস্থিত জনতা ব্যাপক উল্লাসের মধ্যে দিয়ে তাঁকে স্বাগত জানান। মাস্ক মুষ্টিবদ্ধ দুই হাত প্রসারিত করে ‘ইয়েস’ বলে চিৎকার করে ওঠেন। এ নিয়েই শুরু হয় সমালোচনা। সিএনএন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইলন ম স ক

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ