৮ দিনে ৩২ দোকানে চুরি দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
Published: 23rd, January 2025 GMT
ঝিনাইদহ শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। গত ৮ দিনে সদর উপজেলার ৩২টি দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক চুরির ঘটনা ও চোর চক্রকে গ্রেপ্তার করতে না পারায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
জানা যায়, চলতি জানুয়ারি মাসের ১২ তারিখ রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের ১৮টি দোকানে চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ১৩টি দোকান থেকে ৩ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয় চোর চক্র। এ ছাড়া পাঁচটি দোকানের শাটার ভাঙলেও এসব দোকানে চুরির ঘটনা ঘটেনি। একইভাবে ১৬ জানুয়ারি রাতে পার্শ্ববর্তী গোয়ালপাড়া বাজারে দুটি মার্কেটের ১০টি দোকানে চুরির ঘটনা ঘটে।
এর আগে ১২ তারিখ রাতে জেলা শহরের নতুন হাটখোলা ও ক্যাসেল ব্রিজ এলাকার চারটি দোকানে চুরি হয়। সর্বশেষ গত রোববার শহরের ঘোষপাড়া এলাকা-সংলগ্ন একটি বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে নগদ লক্ষাধিক টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোররা। ভুক্তভোগী সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদের সচিব লুৎফা খাতুন বলেন, দিনে শহরের ভেতরে এমন ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারের চুরির ধরন ছিল একই রকম। কোথাও এক সাইডের তালা ভেঙে, কোনো দোকানে লাঠি দিয়ে শাটারের মাঝখান থেকে বাঁকা করে চোররা দোকানের ভেতরে ঢোকে। এর পর শুধু ড্রয়ার থেকে নগদ টাকা হাতিয়ে নেয়। রাত ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটে।
কয়েকজন দোকানি জানান, দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধকে কেন্দ্র একটি চক্র কাজে লাগিয়ে এগুলো ঘটাচ্ছে। কারণ রাতে গোয়ালপাড়া ও হাটগোপালপুর বাজারে দোকান মালিক সমিতির নিজস্ব নিরাপত্তা প্রহরী থাকে। পাশাপাশি বাজার এলাকায় টহল পুলিশও থাকে।
গোয়ালপাড়া বাজারের সৌদিয়া সুপারমার্কেটের কসমেটিকস ব্যবসায়ী তানভীর আহমেদ বলেন, ‘এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতাই ভুগছেন। এভাবে চললে ব্যবসা করব কীভাবে?’
জানা যায়, গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর হাটগোপালপুর বাজারে বিএনপির নেতাকর্মী ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। এতে আগের ২০২২ সালে গঠিত ১১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির (নির্বাচন পরিচালনা কমিটিই দোকান মালিক সমিতির দায়িত্ব পালন করত) সঙ্গে তাদের বিরোধ শুরু হয়। আর গোয়ালপাড়া বাজারে আগের কমিটির কার্যক্রম না থাকায় সেখানে কিছু ব্যবসায়ী নিজেদের মতো করে নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন।
হাটগোপালপুরের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা করা হয় ১৪ তারিখে। এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোয়ালপাড়ার ঘটনায় রাতেই চুরির সঙ্গে জড়িত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ব্যবসায়ীরা। এ ঘটনায় ১৬ তারিখ আটক ব্যক্তিসহ দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দু’জনের বাড়িই গোয়ালপাড়া গ্রামে।
অন্যদিকে জেলা শহরের দোকান ও বাড়িতে চুরির ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটক বা চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতেও পারেনি পুলিশ। এতে মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
গোয়ালপাড়া বাজারের রাত্রিকালীন নিরাপত্তার তদারককারী রুস্তম আলী বলেন, ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতা কিছুটা আছে। আবার বাজারে রাজনৈতিক কিছু সমস্যাও রয়েছে। চুরি থেকে বাঁচতে হলে ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ দরকার। কারণ চোর চক্রের অনেকেই আশপাশের গ্রামের বাসিন্দা।
হাটগোপালপুর নবগঠিত বাজার কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিন্টু বলেন, আগের কমিটির আওয়ামী লীগের দোসররাও চুরির পেছনে জড়িত থাকতে পারে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইমরান জাকারিয়া বলেন, ‘কিছু দুষ্কৃতকারী সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটাচ্ছে। কী কারণে এমন ঘটছে, তা নিয়ে এখনই মন্তব্য করব না। তবে চোর শনাক্তের চেষ্টা চলছে, ধরতে পারলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ সদর উপজ ল র চ র র ঘটন ব যবস য় কম ট র শহর র ঘটন য়
এছাড়াও পড়ুন:
ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের
২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল পিএসজি তারকা আশরাফ হাকিমির বিচার করার দাবি তুলেছেন ফরাসি কৌঁসুলিরা। মরক্কোর এই রাইটব্যাক অভিযোগটি অস্বীকার করেছেন।
নঁতের কৌঁসুলি অফিস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তদন্তে নিয়োজিত বিচারককে ধর্ষণের এই অভিযোগ ফৌজদারি আদালতে তোলার অনুরোধ করেছেন ফরাসি কৌঁসুলিরা। কৌঁসুলি অফিস থেকে এএফপিকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নিজের আদেশ কাঠামোর ভেতরে থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার এখন তদন্তে নিয়োজিত ম্যাজিস্ট্রেটের ওপর।’
আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৫৭ মিনিট আগেগত মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির ৫–০ গোলের জয়ে বড় অবদান ছিল হাকিমির। পিএসজির প্রথম গোলটি ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের। সর্বশেষ ২০২২ বিশ্বকাপেও প্রথম আরব দেশ হিসেবে মরক্কোর সেমিফাইনালে ওঠায় দারুণ অবদান ছিল হাকিমির। ২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
হাকিমির বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি অভিযোগকারীকে প্যারিসের উপকণ্ঠে বুলান–বিয়ানকুতে অবস্থিত নিজের বাসায় আসার খরচ দেন। তখন হাকিমির স্ত্রী ও সন্তান ছুটি কাটাতে বাইরে ছিলেন। অভিযোগকারী সেই নারী এরপর পুলিশ স্টেশনে গিয়ে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এবং তখন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। সেই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে না চাইলেও কৌঁসুলিরা হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।
পুলিশকে অভিযোগকারী নারী তখন জানিয়েছিলেন, ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে তাঁর পরিচয়। সেই রাতে ট্যাক্সি করে হাকিমির বাসায় তিনি গিয়েছিলেন এবং ভাড়াটা পিএসজি তারকাই দেন। পুলিশকে সেই নারী বলেছিলেন, হাকিমি সম্মতি ছাড়াই তাঁর শরীর স্পর্শ করেন এবং তারপর ধর্ষণ করেন। পুলিশের এক সূত্রও তখন এএফপিকে এ কথা জানায়। এক বন্ধুকে ফোনে খুদে বার্তা পাঠিয়ে আসতে বলেছিলেন সেই নারী। পরে সেই বন্ধু এসে তাঁকে নিয়ে যান।
আরও পড়ুনরিয়াল মাদ্রিদ ছাড়তে চান না কোনো খেলোয়াড়, ‘বেকায়দায়’ ক্লাব কর্তৃপক্ষ২ ঘণ্টা আগেকৌঁসুলিরা গতকাল হাকিমির বিচারের দাবি তোলার পর তাঁর আইনজীবী ফ্যানি কোলিনের সঙ্গে যোগাযোগ করে এএফপি। তাঁর মতে, কৌঁসুলিদের এ সিদ্ধান্ত, ‘মামলার উপকরণ বিচারে বোধগম্য নয় এবং অর্থহীন। আশরাফ হাকিমিসহ আমরা শান্তই আছি এবং আমরা প্রক্রিয়ার শুরুতে ছিলাম। আমরা অবশ্যই আপিলের সব রকম পথই বের করব।’ কোলিন দাবি করেন, তাঁর মক্কেল, ‘পরিকল্পিতভাবে অন্যায় দাবির শিকার’।
অভিযোগকারী নারীর আইনজীবী র্যাচেল–ফ্লোর প্রাদো এএফপিকে বলেছেন, ‘এই মামলার কোনো কিছুতেই অন্যায় দাবির আলামত নেই। আমার মক্কেল এ খবরে (হাকিমিকে বিচারের সন্মুখীন করা) অনেক স্বস্তি পেয়েছে।’
গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জয়ে দারুণ ভূমিকা ছিল হাকিমির