বন্দরে বিআরটিসি কাউন্টারে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে  নব্য  সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে । 

ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে উল্লেখিত কাউন্টারের পরিচালক সানজিদা সিকদার পান্না (৫০) মারাত্মক ভাবে জখম হয়। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত বাস কাউন্টার পরিচালক সানজিদা সিকদার পান্না প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন বিকেলে হামলাকারি সন্ত্রাসী সাগর জমাদ্দারের নাম উল্লেখ্য করে ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর নয়াপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী সিকদারের মেয়ে সানজিদা সিকদার পান্না  দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডে   বিআরটিসি কাউন্টার পরিচালনা করে আসছি।

শনিবার দুপুরে কাউন্টার পরিচালক সানজিদা সিকদার উক্ত কাউন্টারে ডিউটি করা কালিন সময়ে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার  নব্য সন্ত্রাসী সাগর জমাদ্দারসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী উল্লেখিত কাউন্টারে অতর্কিত হামলা চালায়।

ওই সময় হামলাকারিরা ব্যাপক ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার ২শ’ ৬০টাকা ছিনিয়ে নেয়। ওই সময় কাউন্টার পরিচালক সানজিদা সিকদার হামলাকারি সন্ত্রাসী সাগর জমাদ্দার ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করে নিলাফুলা জখম করে।

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ