সঞ্জয় সমদ্দারের পরবর্তী সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকবেন শরিফুল রাজ। তার বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মোশাররফ করিম।
নির্মাতা সঞ্জয় সমদ্দার গণমাধ্যমে বলেন, “একটা সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এরমধ্যে থেকে যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায়, তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সে প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। খুব শিগগির সিনেমার নাম ও অফিসিয়ালি জানাব।”
অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এতে রাজকে অ্যাকশন রূপে দেখা যাবে। অন্যদিকে মোশাররফ করিমকে ভয়ংকর রূপে দেখা যাবে।
আরো পড়ুন:
পড়শীর নায়ক তৌসিফ
চলচ্চিত্রে গাইলেন মোশাররফ করিম
ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। বড় কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক। সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমা প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
খাদ্য ও পানীয় ব্যবসায় বিশ্বের সেরা ১০ ধনী
রয়টার্স