বেপরোয়া ইজিবাইক কেড়ে নিল শিশু শিক্ষার্থীর প্রাণ
Published: 28th, January 2025 GMT
চাঁদপুরের হাইমচরে বেপরোয়া ইজিবাইক কেড়ে নিল ৮ বছর বয়সী শিশু সোহানের প্রাণ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজের স্কুলের পাশের সড়কে দুর্ঘটনার শিকার হয়।
নিহত সোহান উপজেলার মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর একমাত্র ছেলে এবং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্কুলের পাশের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খেলার সময় শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে চলে যায়। এ সময় দ্রুত গতির একটি ইজিবাইক রাস্তার মোড়ে উল্টে গিয়ে শিশুটিকে চাপা দেয়।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটির মাথায়, হাতে, পায়ে এবং পিঠে গুরুতরভাবে আঘাত পায়। শিশুটির খিচুনি উঠে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে পাঠাই।
হাইমচর থানার উপ-পরিদর্শক সমীর উদ্দিন বলেন, “এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/অমরেশ/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাইমচরের মেঘনায় ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, পরে ডাকাতিয়ায় অবমুক্ত
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ধরা ১২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। তবে অবৈধ এই কাণ্ডে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড টিম।
সোমবার (২৮ এপ্রিল) রাতে মেঘনার চরভৈরবী গরম বাজার এলাকা থেকে এক অভিযানে এসব রেনু পোনা জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে জানায় কোস্টগার্ড।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খুলনা ও সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব রেনু পোনা ধরেছিলেন।
মৎস্য বিভাগ জানায়, এক শ্রেণির অসাধু জেলে বছরের এই সময়ে মেঘনা নদীতে ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেনু পোনা ধরে মজুদ করে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে পোনা জমা হলে তারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেনুগুলো চালান করে। যাদেরকে আইনের আওতায় আনতে তথ্য সংগ্রহ চলছে।
অভিযানে কোস্টগার্ডের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “আমি নিজে উপস্থিত থেকে রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ড্রাম ভর্তি এসব চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করি।”
ঢাকা/জয়/টিপু