Narayanganj Times:
2025-08-01@10:17:08 GMT

বন্দরে যুবকের আত্মহত্যা 

Published: 30th, January 2025 GMT

বন্দরে যুবকের আত্মহত্যা 

বন্দরে আল-আমিন হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার (২৯ জানুয়ারী) রাতে বন্দর থানার সোনাচড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী যুবক আল আমিন হোসেন পাপ্পু উল্লেখিত এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে। আত্মহত্যা ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


এ ব্যাপারে আত্মহত্যাকারী যুবকের বড় ভাই হৃদয় হোসেন বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা -৩ তাং- ২৯-১-২৫ইং।


মামলার তথ্য মতে, বন্দর থানাধীন সোনাচড়া এলাকার বাসিন্দা অপমৃত্যু মামলার বাদী হৃদয় হোসেনের মা ঝরনা বেগম গত বুধবার (২৯ জানুয়ারী) রাত ৮টায় রাতের খাবার খাওয়ার জন্য  নিজ বাড়ীর দক্ষিন ভিটি চৌচালা টিনের বসত ঘরে থাকা আমার ছোট ভাই আল-আমিন হোসেন পাপ্পুকে ডাকতে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় আমার মা ডাকাডাকি করে। ওই সময় আমার ভাই কোন সাড়াশব্দ না দেওয়ায় ঘরের টিনের ভেড়ার ফাকা দিয়ে দেখতে পায় যে, আমার ভাই বসত ঘরের আড়ার সাথে গলায় পুরাতন ওড়না পেঁচাইয়া ফাঁস লাগাইয়া ঝুলিতেছে। তখন আমার মা ঝরনা বেগম ডাক-চিৎকার করিলে আমি সহ আশপাশের লোকজন আগাইয়া আসিলে তাহাদের সহায়তায় তাৎক্ষনিক ভাবে আমার ভাইকে মাটিতে নামিয়ে মৃত অবস্থায় দেখি। আমার ভাই আল-আমিন হোসেন পাপ্পু  অভিমান করে বসত ঘরের আড়ার সাথে গলায় পুরাতন ওড়না পেঁচিয়ে ফাঁস লাগাইয়া আত্বহত্যা করে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি এসআই শরিফ হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে  আত্মহত্যার কারন জানা যায়নি। পুলিশি তদন্ত অব্যহত  আছে। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপম ত য

এছাড়াও পড়ুন:

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম।

এজিএম-এ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।

এছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং প্রধান অর্থ কর্মকর্তা এ কে এম মোস্তাক আহম্মেদ খান সভায় অংশগ্রহণ করেন।

শেয়ারহোল্ডারদের মধ্য থেকে মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ ও হাসিব আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের মাঝে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষও কোম্পানির আর্থিক অগ্রযাত্রা ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ