গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে দেয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার টানানো হয়েছে। করা হয়েছে দেয়াল লিখনও।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা ও কোটালীপাড়া উপজেলা সদরের বিভিন্ন দেয়ালে এ পোস্টার ও দেয়াল লিখন দেখা যায়। তবে পুলিশ বলছে, বিষযটি তাদের জানা নেই।

বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে উপরে লেখা, ‘আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে লেখা, ‘শেখ হাসিনাতেই আস্থা’। পোস্টারের একেবারে নিচের অংশে লেখা, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স, গোপালগঞ্জ জেলা’। ধারণা করা হচ্ছে, এ সংগঠন থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এ পোস্টার ও দেয়াল লিখন করা হয়েছে। 

আরো পড়ুন:

বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন: রেজা কিবরিয়া

ন্যায়বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের

বিশেষ করে, কোটালীপাড়া উপজেলা পরিষদের বাউন্ডারি দেয়াল, পৌরসভার দেয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন অফিসের দেয়াল ছেয়ে গেছে এ পোস্টারে। এমন পোস্টারে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পথচারীসহ উৎসুক মানুষ এ পোস্টার দেখছেন। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা বা গোপালগঞ্জে বিগত দিনে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স’ নামে কোনো সংগঠন চোখে পড়েনি। নতুন এ সংগঠন সম্পর্কে জানার জন্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আবুল কালাম আজাদ জানান, পোস্টার লাগানোর বিষয়টি তার জানা নেই। তবে তারা খতিয়ে দেখছেন।

ঢাকা/বাদল/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ প লগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ