ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রজনতা। চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকার একটি কনভেনশন হল থেকে তিনি ছাত্র-জনতার হাতে আটক হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক আওয়ামী লীগ নেতার নাম ফখরুল আনোয়ার। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা এবং ফটিকছড়ির সাবেক সাংসদ রফিকুল আনোয়ার প্রকাশ সোনা রফিকের ছোট ভাই।

শনিবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। 

জানা যায়, নেভী কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলের সাথে সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলমের নাতনির বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিয়ের অনুষ্ঠানে ফটিকছড়ির সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এই খবরের ভিত্তি বিক্ষুব্ধ ছাত্রজনতা কনভেনশন সেন্টার ঘিরে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কনভেনশন সেন্টারের ভেতরে প্রবেশ করে সাবেক দুই এমপিকে না পেয়ে বরের বাবা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

খুলশি থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলার তথ্য পাওয়া গেছে। আমরা পরবর্তীতে আইননুসারে ব্যবস্থা নেব।”

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কনভ নশন আওয় ম

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ