ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। শনিবার রাতে ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, ফলে পান ম্যাচসেরার স্বীকৃতি।

প্রাইড পার্ক স্টেডিয়ামে পুরো ৯০ মিনিট শেফিল্ডের রক্ষণভাগ সামলেছেন হামজা। তার পারফরম্যান্সে খুশি কোচ ক্রিস ওয়াইল্ডারও। ম্যাচ শেষে তিনি বলেন, 'হামজা নিজের স্বাভাবিক খেলাটা খেলেছে। দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকলেও সে মাঠে আত্মবিশ্বাসী ছিল। আমি ভেবেছিলাম ৭০ মিনিটে তাকে বদলি করব, কিন্তু সে এত ভালো খেলছিল যে সেটি আর করা হয়নি।'

হামজা ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল ছিলেন। তার পাসিং সঠিক ছিল ৮০ শতাংশ, লম্বা পাসে সফল হয়েছেন ৪ বার, গ্রাউন্ড ডুয়েল জিতেছেন ৫ বার, বল কেড়ে নিয়েছেন ৩ বার এবং প্রতিপক্ষের দুটি পাস কেটে দিয়েছেন। ডার্বির কোনো খেলোয়াড়ই তাকে ড্রিবল বা ট্যাকল করতে পারেননি।

লিস্টার সিটিতে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় ম্যাচ খেলার তাগিদেই জানুয়ারির দলবদলে শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অভিষেক ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে ৩০ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে শেফিল্ড ইউনাইটেড, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে ওঠে, তাই এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে শেফিল্ডের আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা প্রবল।

আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর দল, যেখানে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা

টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।

১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।

আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫

হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।

প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা