বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুল সালাম (৫০) ইন্তেকাল করেছেন। রোববার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

বেলা আড়াইটার দিকে বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুস সালাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রোববার রাতে মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর গ্রামের বাড়ি মহিষখোচা ইউনিয়নের বারঘরিয়ায় ছেলে মিরাজের পাশেই তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শহীদ মিরাজ একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে কলেজ শাখায় ভর্তি হন। পরে জীবিকার সন্ধানে ঢাকায় কাজ করতে গিয়েছিলেন। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে তিনি আহত হন। গত ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ