বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুল সালাম (৫০) ইন্তেকাল করেছেন। রোববার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

বেলা আড়াইটার দিকে বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুস সালাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রোববার রাতে মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর গ্রামের বাড়ি মহিষখোচা ইউনিয়নের বারঘরিয়ায় ছেলে মিরাজের পাশেই তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শহীদ মিরাজ একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে কলেজ শাখায় ভর্তি হন। পরে জীবিকার সন্ধানে ঢাকায় কাজ করতে গিয়েছিলেন। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে তিনি আহত হন। গত ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিলু মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, “জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ

লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ